Ticker

6/recent/ticker-posts

বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১

 


বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১

বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান 

পদের সংখ্যা ০৪ জন 

তারিখ : ১৪/০৩/২০২১

স্মারক নং - বাশিস্বাই / ২০২১ / ২০৭ 

পদের নাম ও সংখ্যা - বেতন - শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা 


১। প্রোগ্রামার , (০১) - {৩৫৫০০-৬৭০১০ /-} 

পরিসংখ্যান / গণিত ( অর্থনীতি / বাণিজ্যে স্নাতকোত্তর ডিগ্রী ।একাউন্টিং , সিস্টেমপনিং , টেবুলেশন , ইত্যাদি বিষয়ে ১ বছরের অভিজ্ঞতা । 


২। সহকারী গ্রন্থাগারিক , (০১) - {১১৩০০-২৭৩০০ /-} 

লাইব্রেরী সাইন্সে গ্রাজুয়েট । 


৩। লাইব্রেরী এ্যাটেনডেন্ট , (০১) - {৮৮০০-২১৩১০ /-} 

এইচএসসি সংশি - ষ্ট বিষয়ে পাশ । অভিজ্ঞদের অগ্রাধিকার । 

৪। অফিস সহায়ক , (০২) - {৮২৫০-২০০১০ /-} 

৮ম শ্রেণি পাশ । 



১ নং পদের প্রার্থীর বয়স ৩৫ ও ২,৩,৪ নং পদের প্রার্থীদের বয়স ৩০ বছর 


শর্তাবলী : 

১। প্রার্থীর বয়স ১১/০৩/২০২১ তারিখে ১৮ থেকে ৩০ বছর ত্রবং বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধাদের পুত্র কন্যা এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে ৩২ বছর । বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধাদের পুত্র কন্যা দের পুত্র কন্যার বয়স ৩০ বছর । 

২। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত শিখাগতযোগ্যতা , অভিজ্ঞতার সনদ , জাতীয় পরিচয় পত্রের ছায়ালিপি এবং সদ্য তোলা ৩ কপি ছবি সহ দরখাস্ত আগামী ১৫/০৪/২০২১ তারিখের মধ্যে ডাক / কুরিয়ারের মাধ্যমে সচিব , বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান , ই -১৭ , আগারগাঁও , শেরেবাংলা নগর , ঢাকা - ১২০৭ বরাবর পৌঁছাতে হবে । 

৩। আবেদনপত্রের সাথে সচিব , বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান এর অনুকূলে ১ নং এর জন্য ৫০০ / - টাকা ও ২- ৪ নং এর জন্য ৩০০ / - টাকা পে - অর্ডার / ডিডি অফেরতযোগ্য ) জমা দিতে হবে । 

৪। খামের উপর পদের নাম লিখতে হবে । 

সুবাস চন্দ্র সাহা , সচিব ( চলতি দায়িত্ব ) ।

বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১



Post a Comment

0 Comments