মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়
স্মারক নং- ৩২,০০,০০০০.০৫৬..১১ ( ৩ ) .১৮-২০৫৪
তারিখ : ০৮/০৩/২০২১
পদের সংখ্যা ৫৪ জন
পদের নাম, বেতন,সংখ্যা, শিক্ষাগত যােগ্যতা ও অভিজ্ঞতা
১। তথ্য সেবা (৫৪ জন) (৯৩০০- ২২৪৯০/-)
এইচএসসি সমমান পাশ । ৩ য় বিভাগ / শ্রেণি গ্রহণ যােগ্য নয় । কম্পিউটারের উপর প্রশিক্ষণ ও দক্ষতা প্রাপ্ত হতে হবে । সংশ্লিষ্ট ক্ষেত্রে স্টান্ডাড এ্যাপটিটুট টেস্টে উৰ্ত্তীণ বাইসাইকেল চালনায় পারদর্শীদের অগ্রাধিকার দেওয়া হবে ।
শর্তাবলী :
১ । ০৮/০৪/২০২১ তারিখে প্রার্থীর বয়স সর্বনিম্ন ১৮-৩০ বছর । মুক্তিযােদ্ধা ও অন্যন্যা প্রার্থীর ক্ষেত্রে ৩২ বছর ।
ক ) পরীক্ষায় অংশ গ্রহনে ইচ্ছুক প্রার্থী http:/erecruitment.bcc.gov.bd ওয়েবসাইড আবেদনপত্র পূরণ করতে পারবেন ৷
i ) On line- আবেদনপত্র পূরণ ফি জামাদান শুরুর তারিখ ০৯/০৩/২০২১ সকাল ১০.০০ টা।
ii ) On line- আবেদনপত্র পূরণ ফি জামাদান শেষ তারিখ ০৮/০৪/২০২১ বিকাল ৫.০০ টা
২। অনলাইনে আবেদনের জন্য http:/erecruitment.bcc.gov.bd ওয়েবসাইড প্রবেশ করে রেজিস্টেশন করতে হবে ।
৩। আবেদনের সাথে নিমােক্ত কাগজপত্র সংযুক্ত করতে হবে ।
ক ) প্রথম শেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত ০৩ কপি রঙ্গিণ ছবি।
খ ) জাতীয় পরিচয় পত্র।
গ ) চেয়ারম্যান কতৃক নাগরিকত্ব সনদ।
ঘ ) শিক্ষাগত যােগ্যতার সকল সনদের সত্যায়িত ফটোকপি ( প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কতক নাম , সহ শীল।)
ঙ ) প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক চারিত্রিক সনদপত্র ।
ছ ) সকল অভিজ্ঞতার সনদ পত্র
জ ) কোটার ক্ষেত্রে সনদ পত্র ।
মীনা পারভীন , প্রকল্প পরিচালক ( অতি : সচিব )
0 Comments