ব্র্যাক স্কুল এ নিয়োগ
স্মারক নং - ৩৮.০১.০০০০.১৮১৪৩.১১.২০
তারিখঃ -১১.০৩.২০২১ ইং
পদের সংখ্যা ৬৮৩ জন
Northwest Children's Soundation
সিয়াটেল , ওয়াশিংটন , মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক পরিচালিত বয়স্ক ও শিশু শিক্ষা প্রকল্প
অনলাইন - এ নিয়োগ প্রক্রিয়া সমূহ করা হবে । স্বাস্থ্য ফিবি মেনে কার্যক্রম পরিচালনা করা হবে । প্রয়ােজনে অনলাইন - এর মাধ্যমে প্রশিক্ষণ ব্যবস্থা করা হবে ।
নিয়োগ বিজ্ঞপ্তি
ব্র্যাক ফুল ( গণ শিক্ষা প্রকল্প ) বিশ্বের সর্ব বৃহৎ আত্মনির্ভর শিক শিক্ষা প্রকল্প । যার সেবার আওতায় রয়েছে বিশ্বের বিভিন্ন দেশে গণশিক্ষা কার্যক্রম । যুক্তরাষ্ট্র ভিত্তিক বিশ্ববিখ্যাত টাইম ম্যাগাজিনের জরিপে ২০০৫ সালে ব্র্যাক স্কুল ( গণ শিক্ষা প্রকল্প ) বিশ্বের ১৩ তম শিক্ষা সেবা । কেনিয়া , জিম্বাবুয়ে ও লাইবেরিয়াসহ বিশ্বের ২৩ টি দেশে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে । বর্তমানে ২৪ তম দেশ হিসেবে বাংলাদেশ সরকারের শিক্ষা অধিদপ্তর কর্তৃক অনুমতি সাপেক্ষে দাতা সংস্থা Northwest Children's Foundation- সিয়াটেল , ওয়াশিংটন , মার্কিনযুক্তরাষ্ট ও ব্র্যাক স্কুল ( গণ শিক্ষা প্রকল্প হাউজ -১৩ , রােড় -০৪ , মহাখালী , ঢাকা - ১২০৬ - এর যৌথ উদ্যোগে শিক্ষা কার্যক্রম পরিচালনার শিক্ষার আলাে পৌছে দেবার লক্ষ্যে এবং নিরক্ষতা মুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যায়ে কাজ করে আসছে । চলমান স্কুল সমূহঃ রাঙামাটি , খাগড়াছড়ি , সকল জেলা , থানা , ইউনিয়ন পর্যায়ে স্কুল স্থাপনের মাধ্যমে শিক্ষা কার্যক্রম পরিচালনার লক্ষ্যে সকল জেলা / থানা / ইউনিয়নের প্রকৃত পুরুষ / মহিলাগনের নিকট থেকে ২০ বছর স্থায়ীভাবে মানবতার কল্যাণে কাজ করার নিমিত্তে নিম্নলিখিত পদে দরখাস্ত আহবান করা যাচ্ছেঃ
শিক্ষকদের বেতন , ছাত্র / ছাত্রীদের শিক্ষা উপকরণ বইপ , স্কুলভ্যান ও খেলনা ব্র্যাক স্কুল ( গণ শিক্ষা প্রকল্প ) হতে সরবরাহ করা হবে । নির্বাচিত সলথার্থীদের শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে প্রশিক্ষণ প্রদান করা হবে এবং প্রশিক্ষণ চলাকালীন ভাতা প্রদান করা হবে । নির্বাচিত সকল প্রার্থীদের কর্মস্থল ও প্রশিক্ষণ নিজ জেলায় রাখা হবে ।
পদের নাম শিক্ষাগত যােগ্যতা
১। থানা শিক্ষা অফিসার । {গ্রুপ-ই ( ৪৮ জন )}
★ শিক্ষাগত যােগ্যতাঃ- যে কোন বিষয়ে স্নাতকোত্তর / বিএসমমান / ফলপ্রার্থী ।
★ বেতনঃ ২৩,৫০০ / - ( যাতায়াত খরচ বহন করা হবে ) ।
★ এছাড়া “ দাতা সংস্থা ” নীতিমালা ( অনুচ্ছেদ খ ) অনুযায়ী অন্যান্য সুযােগ - সুবিধা প্রদান করা হবে ।
২। ইউনিয়ন শিক্ষা অফিসার । {গ্রুপ ঈ ( ১১৫ জন )}
★ শিক্ষাগত যােগ্যতাঃ- এইচ , এস , সি / সমমান ডিপ্লোমা / ফলপ্রার্থী ।
★ বেতনঃ ১৭,০০০ / - ( যাতায়াত প্রচ বহন করা হবে ) ।
★ এছাড়া “ দাতা সংস্থা ” নীতিমালা ( অনুচ্ছেদ খ ) অনুযায়ী অন্যান্য সুযােগ - সুবিধা প্রদান করা হবে ।
৩। শিক্ষক / শিক্ষিকা । {গ্রুপ উ ( ৩১০ জন )}
★ শিক্ষাগত যােগ্যতাঃ- এস.এস.সি / সমমান / ফলপ্রার্থী ।
★ বেতন ১৪,০০০ / - ( যাতায়াত খরচ বহন করা হবে ) ।
*এছাড়া “ দাতা সংস্থা " নীতিমালা ( অনুচ্ছেদ খ ) অনুযায়ী অন্যান্য সুযােগ - সুবিধা প্রদান করা হবে ।
৪। স্কুল সহকারী :- {গ্রুপ উ ( ২১০ জন )}
★ শিক্ষাগত যােগ্যতাঃ- ৫ ম শ্রেণি ( চঝঈ ) / ৮ ম শ্রেণি ( J.S.C ) / সমমান ।
★ বেতনঃ ১২,৫০০ / - ( যাতায়াত খরচ বহন করা হবে ) ।
★ এছাড়া “ দাতা সংস্থা " নীতিমালা ( অনুচ্ছেদ খ ) অনুযায়ী অন্যান্য সুযােগ - সুবিধা প্রদান করা হবে ।
বিঃ দ্রঃ যে কোন পদের জন্য ১৮ ( আঠারো ) বছরের নিচে বয়স হলে তাহা প্রার্থীর অযােগ্যতা বলে বিবেচিত হবে ।
শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের ফোন / কার্ডের মাধ্যমে জানানো হবে । নির্বাচিত প্রার্থীদের নিয়ে উল্লেখিত ব্র্যাক স্কুল বয়স্ক ও শিশু কল্যাণ ট্রাষ্টে সাহায্য স্বরূপ অর্থ মোবাইল ব্যাংকিং - এর মাধ্যমে পরিশোধ করতে হবে , অফিস থেকে ফোন / কার্ডের মাধ্যমে জানানাের পর । বয়স্ক ও শিশু কল্যাণ ট্রাষ্টে সাহায্য স্বরুপ অর্থ প্রদান করার ২৪ ঘন্টার মধ্যে যােগদান পত্র পাঠানো হবে । সকল পদে ছাত্র - ছাত্রীদের পড়াশুনার সুযোগ থাকবে । অভিজ্ঞতার প্রয়োজন নেই , কোন লক্ষমাত্রা পূরণ করতে হবে না । উপরের প্রদত্ত বেতন স্কেল ও দাতা সংস্থা কর্তৃক নীতিমালা অনুযায়ী সকল সুযোগ - সুবিধা প্রথম । মাস থেকেই দেওয়া হবে । কাজের অগ্রগতিতে প্রমোশন ও বেতন বৃদ্ধি করা হবে । ১ নং ও ২ নং পদের জন্য মটর সাইকেল প্রদান করা হবে । ৩ নং পদের জন্য ল্যাপটপ প্রদান করা হবে । ৪ নং পদের জন্য বাই সাইকেল / মােবাইল প্রদান করা হবে । প্রয়ােজনে ছাত্র - ছাত্রীদের জন্য স্কুল ভ্যান ও খেলনা সামগ্রী দেওয়া হবে । আগ্রহী প্রার্থীগণ সদ্যতােলা -১ কপি পাসপাের্ট সাইজ রঙ্গিন ছবি , সকল শিক্ষাগত যােগ্যতা ও সার্টিফিকেট । মার্কশিট - এর । ফটোকপি , জাতীয় পরিচয়পত্র / জন্মনিবন্ধন - এর ফটোকপি এবং মােবাইল নাম্বার উল্লেখপূর্বক ১ টি বায়ােডাটা / ( CV ) ২৬ / ০৩ / ২০২১ ইং তারিখের মধ্যে শুধুমাত্র নিম্নের E - mail / ই - মেইলে পাঠাতে হবে । ( মহিলাদের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে এবং শিক্ষাগত যােগ্যতা শিথিল করা হবে )
বিঃ দ্রঃ প্রার্থী নির্বাচিত হলে বয়স্ক ও শিশু কল্যাণ ট্রাষ্টে সাহায্য স্বরুপ ৩৫০ / - টাকা জমা দিতে হবে । ( অসহায় শিশুদের পাশে দাড়ান )
যােগাযােগঃ বরাবর , মহা - ব্যবস্থাপক , ব্র্যাক স্কুল ( গণ শিক্ষা প্রকল্প ) , মহাখালী , ঢাকা -১২০৬ ।
ই-মেইল bracmasseducation.bd@gmail.com
http://bracmasseducation.com ( Proposed ) ( non govt . project )
2 Comments
ফলপ্রার্থী কি বুঝানো হয়েছে?
ReplyDeleteএখন আবেদন করা যাবে?
ReplyDelete