Ticker

6/recent/ticker-posts

রাজবাড়ী পুলিশ সুপারের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১

রাজবাড়ী পুলিশ সুপারের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১

 

পুলিশ সুপারের কার্যালয় , রাজবাড়ী

পদ সংখ্যা ০২ জন 

তারিখঃ ২৪ / ০৫ / ২০২১ খ্রিঃ

স্মারক নং -২১৯৭ ই 


নং , পদের নাম , বেতন, পদ সংখ্যা, যােগ্যতা ও অভিজ্ঞতা 


১. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ০১ জন

(৯৩০০-২২৪৯০ /-)


উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট / সমমানের উত্তীর্ণ । কম্পিউটার

মুদ্রাক্ষরঃ ইংরেজিতে গতি  মিনিটে ২০ শব্দ ও বাংলায় ২০ শব্দ ।

কম্পিউটার চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা । 


২. অফিস সহায়ক 

০১ জন

(৮২৫০-২০০১০ /-) 


এসএসসি / সমমান । 


শর্তাবলীঃ 

প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক এবং রাজবাড়ী জেলার স্থায়ী

বাসিন্দা হতে হবে । আবেদনপত্রের সাথে নিম্নোক্ত কাগজপত্রাদি

সংযুক্ত করতে হবে :


( ক ) পৌরসভার মেয়র / ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত

নাগরিকত্ব সনদপত্রের মূলকপি । 


( খ ) শিক্ষাগত যােগ্যতার প্রমাণস্বরুপ সার্টিফিকেট ১ ম শ্রেণীর গেজেটেড

কর্মকর্তা কর্তৃক সত্যায়িত ফটোকপি । 


( গ ) ১ ম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সদ্য তােলা রঙ্গিন ০৪

( চার ) কপি পাসপার্টে সাইজের ছবি । 


( ঘ ) ১ ম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র । 


( ঙ ) প্রার্থীকে পুলিশ সুপার , রাজবাড়ী এর অনুকূলে ক্রমিক নং -১ নং
পদের জন্য ১০০ ( একশত ) এবং ২ নং পদের জন্য ৫০ ( পঞ্চাশ )
টাকার ট্রেজারী চালান সােনালী ব্যাংকের যে কোন শাখা হতে কোড নং
- ১-২২১১-০০০০-২০৩১ ( পরীক্ষার ফি ) বাবদ জমা দিয়ে চালানের
মূলকপি দরখাস্তের সাথে সংযুক্ত করতে হবে । প্রার্থীর বয়সসীমা
২৫ / ০৬ / ২০২১ খ্রিঃ তারিখে ১৮ হতে ৩০ বছর । তবে মুক্তিযােদ্ধা /
শহীদ মুক্তিযােদ্ধাদের সন্তান এবং সন্তানের সন্তানদের ক্ষেত্রে বয়সসীমা
১৮ হতে ৩২ বৎসর পর্যন্ত শিথিলযােগ্য । মুক্তিযােদ্ধা / শহীদ মুক্তিযােদ্ধাদের
সন্তান এবং সন্তানের সন্তানদের ক্ষেত্রে প্রার্থীর পিতা মাতা / পিতামহ /

মাতামহ এর অনুকূলে প্রার্থীকে আবেদনপত্রের সাথে মুক্তিযােদ্ধা বিষয়ক
মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী / উপদেষ্টা কর্তৃক স্বাক্ষরিত সদনপত্র ।


আবেদনপত্র পুলিশ সুপার , রাজবাড়ী এর বরাবর আগামী ২৫ / ০৬ / ২০২১ খ্রিঃ
তারিখের মধ্যে অবশ্যই ডাকযােগে পৌছাতে হবে । খামের উপরে অবশ্যই পদের নাম
লিখতে হবে । সত্যায়নের ক্ষেত্রে অবশ্যই সত্যায়নকারী কর্মকর্তার সুস্পষ্ট নাম
, পদবী , ও সীলমােহরযুক্ত হতে হবে । ১০। বর্তমান ঠিকানায় প্রবেশপত্র ইস্যুর
স্বার্থে আবেদনপত্রের | সাথে প্রার্থীর নাম , ঠিকানা উল্লেখপূর্বক ১০ ( দশ ) টাকা
মূল্যমােনর অব্যবহৃত ডাক টিকিটযুক্ত ০১ ( এক ) টি ১৫x ০৪ আয়তনের ফেরত
খাম অবশ্যই সংযুক্ত করে দিতে হবে । এম এম শাকিলুজ্জামান , বিপি ।
৭৭০৫১০৫২৫০ , পুলিশ সুপার , রাজবাড়ী । ফোনঃ ৬৫৪৬০ , ৬৫৩৩০

Post a Comment

0 Comments