বাংলাদেশ চায়না পাওয়ার কোম্পানী
পদ সংখ্যা ১৭ জন
তারিখঃ ২৫/০৫/২০২১
সূত্র নং -২৩২ / বিসিপিসিএল / মানবসম্পদ / নিয়ােগ ( পার্ট -২ ) / ২০২১
নং , পদের নাম , বেতন, পদ সংখ্যা, যােগ্যতা ও অভিজ্ঞতা
১. কমান্ডার ( ফায়ার স্টেশন )
০১ জন
(৪২,০০০ /-)
স্নাতক পাশ । ফায়ার সার্ভিসে উপ সহকারী হতে অবসর ।
২. লিডার ( ফায়ার স্টেশন )
০২ জন
(১৮,০০০ /-)
এইচ.এস.সি / সমমান পাশ । ফায়ার সার্ভিসে লিডার হতে অবসর ।
৩. ড্রাইভার ( ফায়ার স্টেশন )
০৪ জন
(১৮,০০০ /-)
এস.এস.সি / সমমান পাস ৫ বছরের অভিজ্ঞতা । বৈধ ড্রাইভিং লাইসেন্স। উচ্চতা ৫.৪ ফিট , বুক : ৩২ ইঞ্চি ।
৪. ফায়ারফাইটার ( ফায়ার স্টেশন )
১০ জন
(১৮,০০০ /-)
এইচ.এস.সি / সমমান । উচ্চতা ৫.৬ ফিট , বুক
জন ৩১ ইঞ্চি ( স্বাভাবিক ) , ৩৩ ইঞ্চি ( সম্প্রসারিত ) ।
বি.দ্র. ঃ বয়সসীমা ২৫/৫/২০২১ তারিখে ১-২ নং ৫৫ বছর ; ৩ নং ৩২ এবং ৪ নং ২২ বছর ।
শর্তাবলীঃ
আবেদনপত্র এবং পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্তের সাথে নিম্নোক্ত কাগজ পত্রাদি সত্যায়িত
করে সংযুক্ত করতে হবেঃ
( ক ) শিক্ষাগত যাগ্যেতার মূল সনদের সত্যায়িত অনুলিপি ;
( খ ) অভিজ্ঞতার সনদ ( অভিজ্ঞতার সনদ প্রদানকারী কর্মকর্তার নাম
, ফোন নম্বর স্পষ্টভাবে উল্লেখ করতে হবে ) ;
( গ ) ড্রাইভিং লাইসেন্সের কপি
( ঘ ) সদ্য তালা তিন কপি পাসপার্টে সাইজের ছবি ;
( ঙ ) জাতীয় পরিচয়পত্রের কপি ;
( চ ) স্থায়ী ঠিকানার বিপরীতে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অথবা
পৌর / সিটি কর্পোরেশনের ওয়ার্ড কমিশনার কর্তৃক প্রদত্ত নাগরিকত্বের সনদপত্র ;
( ছ ) বাংলাদেশ - চায়না পাওয়ার কোম্পানি ( প্রাঃ ) লিমিটেড এর অনুকূলে ।
১০০০ / - ( এক হাজার ) ( ক্রমিক নং ০১ এর ক্ষেত্রে ) এবং ৫০০ / ( পাঁচশত )
টাকা ( ক্রমিক নং ০২ , ০৩ এবং ০৪ এর ক্ষেত্রে ) মূল্যের ( অফেরৎযােগ্য )
পেঅর্ডার । প্রার্থী আবেদনপত্রে যে সকল তথ্যাদি উল্লেখ করবেন : নাম
পিতার নাম ; মাতার নাম ; জন্ম তারিখঃ ২৫/০৫/২০২১ তারিখে বয়স ; সংশ্লিষ্ট
কাজে অভিজ্ঞতা ; বর্তমান ঠিকানা ; স্থায়ী ঠিকানা ; জাতীয় পরিচয়পত্র নং ;
বৈবাহিক অবস্থা ; মােবাইল নম্বর । উপরিউক্ত তথ্যাদি উল্লেখপূর্বক অনুচ্ছেদ
০৩ এ উল্লিখিত কাগজপত্রসহ আবেদন পত্র । মহাব্যবস্থাপক ( মানবসম্পদ ও
প্রশাসন ) , কর্পোরেট অফিস , বিসিপিসিএল , Unique Trade Center
( ৫ ম তলা ) , ০৮ পান্থপথ , কাওরান বাজার , ঢাকা -১২১৫ বরাবর
১৫/০৬/২০২১ তারিখ পর্যন্ত অফিস চলাকালীন সরাসরি / ডাকযােগে
পৌঁছাত হবে । ক্রমিক নং ০১ , ০২ এবং ০৩ এর ক্ষেত্রে সংশ্লিষ্ট কাজে
অধিক অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযােগ্য ।
আবেদনপত্রের খামের উপর পদের নাম স্পষ্টভাবে উল্লেখ করতে হবে ।
( মােঃ মামুনুর রহমান মন্ডল ) , মহাব্যবস্থাপক ( মানবসম্পদ ও প্রশাসন ) ,
বাংলাদেশ - চায়না পাওয়ার কোম্পানি ( প্রাঃ ) লিমিটেড ।
0 Comments