Ticker

6/recent/ticker-posts

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞাপ্তি ২০২১

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞাপ্তি ২০২১


 বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়


স্মারক নং- বেরােবি/রেজি/কর্মচারী নিয়ােগ বিজ্ঞপ্তি/২০২১/৬১১ 


তারিখ ০৭ এপ্রিল ২০২১


নং, পদের নাম, বেতন পদ সংখ্যা ও শিক্ষাগত যোগ্যতা



১. ডাটা এন্ট্রি অপারেটর ১১,০০০-২৬,৫৯০/-( ১ জন)


স্নাতক/সমমান ডিগ্রি। কম্পিউটার বিষয়ক ০৬ মাসের প্রশিক্ষণ কোর্সের 

সনদ থাকতে হবে। অবশ্যই প্রতি মিনিটে বাংলায় ২০টি শব্দ এবং ইংরেজিতে 

৩০ টি টাইপিং এর গতি থাকতে 

হবে।




২. ক্লিনার ৮,২৫০-২০,০১০/-(১জন) 



 ৮ম শ্রেণি উত্তীর্ণ সনদধারী




বিজ্ঞাপিত পদের আবেদন পত্র ডাকযোগে অথবা সরাসরি রেজিস্ট্রার দপ্তর।

জমা দিতে হবে। ২. আবেদনকারীকে ০৩ (তিন) সেট আবেদন পত্র জমা

দিতে হবে। ৩. আবেদনকারীকে সাদা কাগজে স্বহস্তে (ক) নাম (য্য

পিতা/স্বামীর নাম (গ) মাতার নাম (ঘ) স্থায়ী ঠিকানা (ঙ) বর্তমান ঠিকানা

(চ) জন্ম তারিখ (ছ) আবেদনের শেষ তারিখ বয়স (জ) জাতীয়তা (ঝ)

ধর্ম (ঞ) শিক্ষাগত যোগ্যতা (পরীক্ষার নাম, পাসের সন,

বিভাগ/শ্রেণি/সমমানের জিপিএ/ সিজিপিএ উল্লেখসহ) (ট) অভিজ্ঞতা (ঠ)

নিজ জেলা (ড) বিশেষ কোটা ভুক্ত কিনা (প্রযোজ্য ক্ষেত্রে) (ঢ) ব্যাংক

ড্রাফট/পে-অর্ডার নম্বর, ব্যাংকের নাম, টাকার পরিমাণ, তারিখ এবং (ণ)

জাতীয় পরিচয়পত্রের নম্বর (ত) টেলি/মোবাইল ফোন নম্বর উল্লেখপূর্বক

রেজিস্ট্রার, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর বরাবর আবেদন করতে

হবে। আবেদনের প্রতি কপির সাথে অবশ্যই (ক) সকল শিক্ষাগত

যোগ্যতার সনদপত্র ও নম্বর পত্রের অনুলিপি (খ) সদ্য তোলা ২ কপি

পাসপোর্ট সাইজ রঙিন ছবি (গ) প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা 

কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদের মূলকপি (ঘ) জাতীয় পত্র/জন্ম নিবন্ধন

 সনদের অনুলিপি (ঙ) অভিজ্ঞতা ও দক্ষতা সনদপত্রের অনুলিপি সংযুক্ত

 করতে হবে। সকল কাগজপত্র প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা/বিশ্ববিদ্যালয় 

শিক্ষক/ বিশ্ববিদ্যালয়ের প্রথম শ্রেণীর কর্মকর্তা কর্তৃক সত্যায়িত (নামাঙ্কিত সিলসহ) 

হতে হবে। সাক্ষাৎকারের সময় সকল সনদপত্রের মূল কপি উপস্থাপন

 করতে হবে। প্রার্থীদের যোগাযোগের বর্তমান ঠিকানা লিখিত ৭/--

টাকার ডাকটিকিট যুক্ত ১০ ৪.৫ ইঞ্চি সাইজের একটি ফেরত খাম

আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে। আবেদন ফরমের সাথে অবশ্যই

"রেজিস্ট্রার, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর"-এর অনুকূলে জনতা

ব্যাংকের যে কোন শাখা থেকে প্রতিটি পদের জন্য ৩০০/- (তিনশত) টাকার

ব্যাংক ড্রাফট/পে-অর্ডার (অফেরতযোগ্য) জমা দিতে হবে। সরকার প্রবর্তিত

কোটা পদ্ধতি অনুসরণ করা হবে। চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের

মাধ্যমে আবেদন করতে হবে। খামের উপর অবশ্যই পদের নাম বাম দিকে

স্পষ্টাক্ষরে লিখতে হবে। আবেদনপত্র গ্রহণ ও জমা দেওয়ার শেষ তারিখ ও

সময়: ২৭ এপ্রিল ২০২১, বিকাল ৪.০০ টা। কর্নেল আবু হেনা মোস্তফা

কামাল (অব.) রেজিস্ট্রার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর।


Post a Comment

0 Comments