বাংলাদেশ ব্যাংকের অধীনে চাকরি
পদের সংখ্যা ৩ জন
১২ এপ্রিল , ২০২১ বিজ্ঞপ্তি নং- ৬১/২০২১
সোনালী ব্যাংক লি . ( ০১ টি ) ,রূপালী ব্যাংক লি . ( ০১ টি ) ও প্রবাসী কল্যাণ ব্যাংক ( ০১ টি )
পদের নাম ও পদসংখ্যা - বেতন - শিক্ষাগত যোগ্যতা
১. ঊর্ধ্বতন কর্মকর্তা ( সহকারী প্রকৌশলী - মেকানিক্যাল ) , ( ৩ জন ) - {২২০০০-৫৩০৬০/-}
প্রকৌশলী ( মেকানিক্যাল ) এ চার জন । বছর মেয়াদী স্নাতক ডিগ্রি থাকতে হবে ।
( ক ) মাধ্যমিক স্কুল সার্টিফিকেট / সমমান এবং তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষা সমূহ ০২ টিতে প্রথম বিভাগ / শ্রেণি থাকতে হবে ।
( খ ) গ্রেডিং পদ্ধতিতে ফলাফলের ক্ষেত্রে সরকারী নীতিমালা প্রযোজ্য হবে ।
( গ ) কোন পর্যায়ে ৩য় বিভাগ / শ্রেণি গ্রহণযোগ্য হবে না ।
( ঘ ) গ্রেডিং পদ্ধতিতে প্রকাশিত ফলাফলের ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়ের ০২/০৬/২০০৯ ও ০২/০৩/২০১০ তারিখের প্রজ্ঞাপন নং শিম / শাঃ১১ / ৫-১ ( অংশ ) / ৫৮২ এবং শিম / শাঃ১১১৯-১২০০৭ / ১৭৪
অনুযায়ী বর্তমান প্রচলিত জিপিএ বা ক্ষেত্রমত , সিজিপিএ এর বিপরীতে পূর্বের ১ম ও ২য় বিভাগ / শ্রেণি নিম্নরূপে নির্ধারিত হবে- ( ১ ) এস.এস.সি বা সমমান এবং এইচ.এস.সি বা সমমান পরীক্ষার ফলাফলের ক্ষেত্রে -
জিপিএ ৩.০০ বা তদূর্ধ্ব
জিপিএ ২.০০ থেকে ৩.০০ এর কম
প্রথম বিভাগ । দ্বিতীয় বিভাগ
0 Comments