হাউজিং এন্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট
পদ সংখ্যা ৩ জন
তারিখ : ২৫-০৩-২০২১
স্মারক নং : ২৫.৪৪.২৬০০.০০০.১১.০১০.১৫-২৫০৪
আবেদন শুরুর তারিখ ০১-০৪ ২০২১ আবেদনের শেষ তারিখ ৩০-০৪-২০২১ ।
পদের নাম ও পদসংখ্যা - বেতন - শিক্ষাগত ও যোগ্যতা
১। সিনিয়র রিসার্চ অফিসার / সিনিয়র রিসার্চ ইঞ্জিনিয়ার ( বিল্ডিং মেটেরিয়ালস ) , ( ১ জন ) - {৩৫,৫০০ - ৬৭,০১০ /-}
রসায়ন শাস্ত্র / ফলিত রসায়ন / পদার্থ বিদ্যায় সম্মান সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রী অথবা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এ স্নাতক ডিগ্রী । গৃহনির্মাণ সামগ্রী বিষয়ক গবেষণা জন ডিভিশন কাজে ৭ বৎসরের চাকুরীর অভিজ্ঞতা ; এবং সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে ৫টি গবেষণা প্রকাশনা থাকিতে হইবে ।
২। রিসার্চ এসােসিয়েট ( সয়েল মেকানিক্স এন্ড ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং ডিভিশন ) , ( ১ জন ) - {১৬,০০০ - ৩৮,৬৪০ /-}
পুরকৌশলে ডিপ্লোমা । সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার
৩. রিসার্চ এসিসটেন্ট ( বিল্ডিং মেটেরিয়াল ডিভিশন ) , ( ১ জন ) - {১২,৫০০ - ৩০,২৩০ /-}
রসায়ন শাস্ত্র / গণিত শাস্ত্র / পদার্থবিদ্যা সহ অন্যূন দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রী
কেবলমাত্র অনলাইনে http://career.hbri.gov.bd আবেদন করতে হবে । আবেদন ফি অনলাইনে নগদ সেবার মাধ্যমে পরিশোধ করতে হবে । আবেদন ফি ১ নং পদের জন্য ৫০০ / - টাকা , ২-৩নং পদের জন্য গ্রেড :- ৩০০ / টাকা মূল্যমানের অনলাইনে আবেদন কালে প্রয়োজনীয় কাগজপত্র , ছবি ও স্বাক্ষর আপলোড করতে হবে । ক্রমিক নং -১ এ বর্ণিত প্রার্থীর বয়স ০১-০৩-২০২১ তারিখে সর্বোচ্চ ৩৫ বছর হতে হবে এবং ক্রমিক নং -২ ও ৩ এ বর্ণিত প্রার্থীর বয়স ০১-০৩-২০২১ তারিখে সর্বোচ্চ ৩০ বছর হতে হবে । মৌখিক পরীক্ষার সময় সকল সনদপত্র ও অন্যান্য কাগজের মূল কপি প্রদর্শন করতে হবে । আবেদন শুরুর তারিখ ০১-০৪ ২০২১ আবেদনের শেষ তারিখ ৩০-০৪-২০২১ । পরীক্ষার প্রবেশপত্র www.bhri.gov.bd হতে অনলাইনে সংগ্রহ করতে হবে ১০ মে , ২০২১ তারিখের মধ্যে ।
( মোঃ আকতার হোসেন সরকার ) প্রিন্সিপ্যাল রিসার্চ অফিসার হাউজিং এন্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট
0 Comments