আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল ও কলেজ
পদের সংখ্যা ৬ জন
পদের নাম ও পদসংখ্যা - বেতন - শিক্ষাগত যোগ্যতা
১। সহকারী প্রধান শিক্ষক , ( এমপিওভুক্ত শূন্য পদ) । ( ১ জন ) - {২৩,০০০ -৫৫,৪৭০/-}
সংশ্লিষ্ট বিষয়ে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে শিক্ষক , ( এমপিও স্নাতক / সমমান ও বিএড ডিগ্রি / সমমান । সকল পরীক্ষা ২য় শ্রেণী / বিভাগ / সমমান জন । থাকতে হবে । সহকারী শিক্ষক হিসেবে বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে ।
২। সংগীত ও নাট্যকলা প্রশিক্ষক ( খন্ডকালীন ) । (১ জন ) - {আলোচনা সাপেক্ষে}
সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক স্নাতকোত্তর যে কোন একটিতে ১ম শ্রেণি থাকতে জন । হবে ।
৩। নিরাপত্তা কর্মী / অফিস সহায়ক । ( ১ জন ) - {৮,২৫০-২০,০১০ /-}
এসএসসি বা সমমান ।
৪ । বাস হেলপার ( সৃষ্ট পদ ) । ( ৩ জন ) - {আলোচনা সাপেক্ষে}
অষ্টম শ্রেণি / জেএসসি , বাস হেলপার , হিসেবে ১ বৎসরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে ।
বয়সসীমা ১ নং পদের জন্য ৫০ বছর , ২ নং পদের জন্য ৪৫ বছর , ৩-৪ নং পদের জন্য ৩৫ বছর । আগ্রহী প্রার্থীগণ আবেদন পত্রের সাথে জীবন বৃত্তান্ত সহ সংশ্লিষ্ট সকল সনদপত্রের সত্যায়িত ফটোকপি , সম্প্রতি তোলা ২ কপি রঙিন পাসপোর্ট সাইজ ছবি , জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং মোবাইল নম্বর উল্লেখপূর্বক বিজ্ঞপ্তি প্রকাশ ২১ দিনের মধ্যে সরাসরি অথবা ডাকযোগে সভাপতি , আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল ও কলেজ , বগুড়া - এর বরাবরে দরখাস্ত প্রতিষ্ঠান কার্যালয়ে পৌঁছাতে হবে । ওয়ান ব্যাংক লিমিটেড , বগুড়া শাখা STD- ০১৯৫১৫০৫৯৫০০৪ নম্বরে ০১ পদের জন্য ১০০০ / - টাকা এবং ০২ থেকে ০৪ নং পদের জন্য ৫০০ টাকা ( যা অফেরতযোগ্য ) জমার মূল রশিদ / ব্যাংক ড্রাফট আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে ।
মােঃ জয়নুল আবেদীন অধিনায়ক ( পুলিশ সুপার ) , ৪ এপিবিএন , বগুড়া ও সভাপতি , এপিবিএন পাবলিক স্কুল ও কলেজ , বগুড়া
0 Comments