আর্মি মেডিকেল কলেজ চট্টগ্রাম
১০৫/একাডেমিক/এএমসিসি/নিয়োগ/মার্চ/২০২১/৩)
নং, পদের নাম, বেতন পদ সংখ্যা শিক্ষাগত যোগ্যতা
১। সহকারী অধ্যাপক ফরেনসিক
মেডিসিন ( ১ জন)
বিএমডিসি নির্ধারিত যোগ্যতা সাপেক্ষে
জন সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি।
২। সহকারী রেজিস্ট্রার মেডিসিন এন্ড
এ্যালায়েড ( ১ জন)
বিএমডিসির নীতিমালা অনুযায়ী স্বীকৃত
জন বিশ্ববিদ্যালয় থেকে এমবিবিএস ডিগ্রি।
৩। প্রভাষক : প্যাথলজি-০১
ফার্মাকোলজি-০১। মাইক্রোবায়োলজি-০১
ফরেনসিক মেডিসিন-০১ (৪ জন)
বি এ ম ডি সির নীতিমালা অনুযায়ী
এমবিবিএস ডিগ্রি।
৪। অফিস সহকারী প্রশাসনিক (২ জন)
এইচএসসি কম্পিউটার চালনায় পারদর্শী ।
৫। একাউন্ট এসিস্টেন্ট প্রশাসনিক(১ জন)
বাণিজ্য বিভাগে এইচএসসি পাশ
এবং কম্পিউটার চালনায় পারদর্শী।
বেতন ভাতা আর্মি মেডিকেল কলেজ সমূহের নির্ধারিত বেতন কাঠামো অনুযায়ী
প্রদান করা হবে। বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদের জন্য নির্ধারিত
আবেদন পত্র(Application Form) কলেজ ওয়েবসাইট(www.amcc.edu.bd)
অথবা এ্যাডমিন অফিস থেকে সংগ্রহ করতে
হবে। চাকুরীরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে দরখাস্ত করতে হবে।
আগ্রহী প্রার্থী নিয়োগ কমিটির সদস্য সচিব বরাবর দরখাস্ত সহ
কাগজপত্রের (৩ সেট) প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত
করতে আগামী ১৫ এপ্রিল ২০২১ তারিখের মধ্যে অফিস চলাকালীন
ডাকযোগে/কুরিয়ারের মাধ্যমে নিম্নোক্ত ঠিকানায় পৌঁছাতে হবে। উল্লেখিত ১
হতে ৩ নং পদের জন্য ১০০০/-(এক হাজার মাত্র) টাকা এবং ৪ ও ৫
নং পদের জন্য ৫০০ (পাঁচশত মাত্র) টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডার যে
কোন তফসিলি ব্যাংক থেকে 'আর্মি মেডিকেল কলেজ চট্টগ্রাম, প্রাইভেট
ফান্ড' এর অনুকূলে জমা দিয়ে আবেদন পত্রের সাথে অবশ্যই ব্যাংক ড্রাফট/পে-
অর্ডার সংযোজন করতে হবে। আবেদনপত্রের খামের উপর
অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে। সদস্য সচিব নিয়োগ কমিটি আর্মি
মেডিকেল কলেজ চট্টগ্রাম চট্টগ্রাম সেনানিবাস।
0 Comments