বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়
পদের সংখ্যা ৭ জন
তারিখ : ০৬ এপ্রিল ২০২১
স্মারক নং ৩৯.০০.০০০০.০০১.১১.০০৬.২১-১১৪
পদের নাম ও পদসংখ্যা - বেতন - শিক্ষাগত যোগ্যতা
১. সাঁট - মুদ্রাক্ষরিক - কাম কম্পিউটার অপারেটর , ( ১ জন ) - {১১,০০০-২৬,৫৯০/-}
স্নাতক বা সমমানের ডিগ্রী ; সাঁট - লিপিতে গতি বাংলায় ৪৫ শব্দ এবং ইংরেজিতে ৭০ শব্দ ; জন কম্পিউটার মুদ্রাক্ষর গতি বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দ ; কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত ;
২. অফিস সহায়ক , ( ৬ জন ) - {৮,২৫০-২০,০১০/-}
মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের | জন পরীক্ষায় উত্তীর্ণ ।
ক্রমিক ১ নং পদের জন্য চট্টগ্রাম , বান্দরবান , খাগড়াছড়ি , রাঙ্গামাটি , কক্সবাজার , ফেনী , লক্ষ্মীপুর , নোয়াখালী , ঝালকাঠি , পিরোজপুর , বরগুনা , পটুয়াখালী , সিলেট , মৌলভীবাজার , সুনামগঞ্জ , দিনাজপুর , নীলফামারী , পঞ্চগড় ও ঠাকুরগাঁও জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন ।
২ নং পদের জন্য ঢাকা , গাজীপুর , ফরিদপুর , গোপালগঞ্জ , মাদারীপুর , শরীয়তপুর , কিশোরগঞ্জ , চট্টগ্রাম , বান্দরবান , খাগড়াছড়ি , রাঙ্গামাটি , কক্সবাজার , ব্রাহ্মণবাড়িয়া , নোয়াখালী , জয়পুরহাট , চাঁপাইনবাবগঞ্জ , খুলনা , মাগুরা , বাগেরহাট , চুয়াডাঙ্গা , মেহেরপুর , সিলেট , মৌলভীবাজার ও সুনামগঞ্জ জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন । তবে সরকারি / বেসরকারি স্বীকৃত এতিমখানা নিবাসী ও শারীরিক প্রতিবন্ধী সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন । ০৮ এপ্রিল ২০১১ তারিখে প্রার্থীর বয়সসীমা বিজ্ঞপ্তির ৪ নম্বর কলামের বর্ণনা অনুযায়ী হতে হবে । তবে মুক্তিযােদ্ধা / শহীদ মুক্তিযােদ্ধার পুত্র - কন্যা ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর । সরকারি , আধা - সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনাপত্তি সাপেক্ষে আবেদন করতে হবে ।
0 Comments