Ticker

6/recent/ticker-posts

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞাপ্তি ২০২১

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞাপ্তি ২০২১


 সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে চাকরি 


       পদের সংখ্যা -১৮ জন 


স্মারক নং -৩৫.০২.০০০০.০০২.১১.০০৫.২১.২৩৮ 


তারিখ : ২৯/৪/২০২১.


পদের নাম ও পদসংখ্যা - বেতন - শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা 


১ । ট্রান্সপোর্ট ইকোনমিস্ট , ( ১ জন ) - ৪৩০০০-৬৯৮৫০/-

স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিবহন অর্থনীতি 

 বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রী বা পুরকৌশল বিষয়ে স্নাতক ডিগ্রীসহ পুরকৌশল বা আরবান প্ল্যানিং বা পরিবহন অর্থনীতি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রী ; এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্যূন ১২ বছরের চাকরি । 


২। ম্যানেজার , ট্রাফিক সার্ভে ( ডিজাইন এন্ড প্লানিং ) , ( ১ জন ) - ৪৩০০০-৬৯৮৫০/-

স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পুরকৌশল বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রী । সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্যূন ১২ বছরের চাকরি । 


৩। ম্যানেজার , ( ডাটাবেজ / সিস্টেম এনালিস্ট ) , ( ১ জন ) - ৪৩০০০-৬৯৮৫০/-

স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোন ১ বিষয়ে স্নাতকোত্তর বা কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এ স্নাতক সমমানের ডিগ্রী । স্বীকৃত প্রতিষ্ঠানে প্রােগ্রামার বা সহকারী সিস্টেম এনালিষ্ট হিসেবে ৫ বছরের চাকরি , তবে কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এ স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রীধারীগণের ক্ষেত্রে ২ বছরের চাকরি । স্বীকৃত পেশাজীবী কম্পিউটার সোসাইটি বা সমিতির সহযোগী সদস্য ; সিস্টেমস এনালিস্ট স্বীকৃত দক্ষতা । 


৪। সিনিয়র প্রোগ্রামার ( ক্লিয়ারিং হাউজ ) , ( ১ জন ) - ৪৩০০০-৬৯৮৫০/-

স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোন বিষয়ে স্নাতকোত্তর বা কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার সায়েন্স এন্ড । ইঞ্জিনিয়ারিং এ স্নাতক সমমানের ডিগ্রী । স্বীকৃত প্রতিষ্ঠানে প্রােগ্রামার বা সহকারী সিস্টেম এনালিষ্ট হিসেবে ৫ বছরের চাকরি , তবে কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এ স্নাতকোত্তর বা সমমানের | ডিগ্রীধারীগণের ক্ষেত্রে ২ বছরের চাকরি । স্বীকৃত পেশাজীবী কম্পিউটার সােসাইটি বা সমিতির সহযােগী সদস্য ; সিস্টেমস এনালিষ্টে স্বীকৃত দক্ষতা


Post a Comment

0 Comments