বন গবেষণা ইনস্টিটিউটে চাকরি
তারিখঃ ০৬-০৫-২০২১ ইং
পত্র নং - সুফল / বিএফআরআই / ২০২১-৩০৩
পদের নাম ও শিক্ষাগত যোগ্যতা
১। ল্যাব এ্যাটেনডেন্ট - ( ১ জন ) বেতন : ৪০০০০ / -
যে কোন স্বীকৃত বোর্ড হতে এইচএসসি ( বিজ্ঞান ) অথবা সমমানের পরীক্ষায়
সনদ । কম্পিউটার কাজে দক্ষতা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে ।
২.নার্সারী এ্যাটেনডেন্ট - ( ২ জন ) বেতন ২৫০০০ /-
অষ্টম শ্রেণী পর্যন্ত পাঠ । নার্সারি কাজের বাস্তব অভিজ্ঞতা অতিরিক্ত
যোগ্যতা হিসেবে বিবেচিত হবে ।
( ১ ) কেবল যোগ্য প্রার্থীগণ তাদের নিজ নাম , পিতার নাম , মাতার নাম
, জন্ম তারিখ ও বয়স , ধর্ম , জাতীয়তা এবং জাতীয় পরিচয়পত্রের নম্বর ,
] মোবাইল নম্বর উল্লেখপূর্বক সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজের ছবি
এবং সকল সনদপত্রের সত্যায়িত কপিসহ আবেদন পত্র
ড.মোঃ মাহবুবুর রহমান , বিভাগীয় কর্মকর্তা ও কো - অর্ডিনেটর ,
টেকসই বন ও জীবিকা ( সুফল ) প্রকল্প বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট
, আমিন জুট মিলস , ষোলশহর পাঁচলাইশ , চট্টগ্রাম -৪২১১ বরাবর আগামী
৩১ / ০৫ / ২০২১ খ্রি . তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে
প্রেরণ করতে হবে ।
( ২ ) প্রত্যেক প্রার্থীকে আবেদনপত্রের খামের উপর প্রার্থীত
পদের নাম স্পষ্টাক্ষরে উল্লেখ করতে হবে ।
( ৩ ) নিয়োগ পরীক্ষা বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট ,
ষোলশহর , চট্টগ্রামে প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হবে ।
( ৪ ) বয়সের ক্ষেত্রে কি এফিডেভিট গ্রহণযোগ্য হবে না ।
( ৫ ) নির্বাচন / নির্বাচনী সাক্ষাৎকার কালে সনদপত্রের মূলকপি
দাখিল করতে হবে । বিভাগীয় কর্মকর্তা ও কো অর্ডিনেটর ,
টেকসই বন ও জীবিকা ( সুফল ) প্রকল্প , বাংলাদেশ বন গবেষণা
ইনস্টিটিউট , চট্টগ্রাম । সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নিয়োগ হবে।
0 Comments