কারিগরি শিক্ষা অধিদপ্তরে চাকরি
পদের সংখ্যা : ২ হাজার ১৮১ জন
তারিখ: ৩/৫/২০২১
স্মারক নং-৫৭.০৩.০০০০.০১২.১১.০২৫.২০-২৪৩
পদের নাম, বিভাগ, বেতন,
পদসংখ্যা, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা।
০১.পদের নাম: ক্রাফট ইন্সট্রাক্টর (সপ)
পদ সংখ্যা: ১,০৫৭টি (সিভিল-১৫৬, ইলেকট্রিক্যাল-৯৮, মেকানিক্যাল-৮৫, পাওয়ার-৪৫, ইলেকট্রোনিক্স-১৪১, কম্পিউটার-১৯১, অটোমোবাইল-৪, আরএসি-৭৫, এনভায়রনমেন্টাল-৩১, কেমিক্যাল-৩, ফুড-৩৯, টেলিকমিউনিকেশন-১৫, ইলেকট্রোমেডিক্যাল-২৭, আর্কিটেকচার-৬, এআইডিটি-৪৫, কন্সট্রাকশন-২৫, মেকাট্রনিক্স-১৮, ট্যুরিজম-১১, ডাটা কমিউনিকেশন-৫, কম্পিউটার সায়েন্স-৫, আইপিসিটি-১৩, মাইনিং-১, সার্ভে-৫, গার্মেন্টস ডিজাইন অ্যান্ড প্যাটার্ন মেকিং-৩, সিভিল (উড)-২, গ্রাফিক ডিজাইন-২, প্রিন্টিং-২)।
শিক্ষাগত যোগ্যতা: পদার্থ ও রসায়নসহ দ্বিতীয় শ্রেণির স্নাতক/সমমানের ডিগ্রি অথবা উচ্চ মাধ্যমিক (ভোকেশনাল) পরীক্ষায় উত্তীর্ণ ও সংশ্লিষ্ট বিষয়ে ২ বছরের ট্রেড কোর্স এবং ৫ বছরের অভিজ্ঞতা।
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা।
০২.পদের নাম: ক্রাফট ইনস্ট্রাক্টর (টিআর/ইলেকট্রনিকস/টেক)
পদ সংখ্যা: ১,০১৯টি (সিভিল-১৬৫, ইলেকট্রিক্যাল-৯৪, মেকানিক্যাল-৯৫, পাওয়ার-৪৬, ইলেকট্রোনিক্স-১২৭, কম্পিউটার-১৭৭, অটোমোবাইল-৫, আরএসি-৫৯, এনভায়রনমেন্টাল-৩১, কেমিক্যাল-৪, ফুড-২৭, টেলিকমিউনিকেশন-১৩, ইলেকট্রোমেডিক্যাল-৩০, আর্কিটেকচার-৬, এআইডিটি-৪৯, কন্সট্রাকশন-২৫, মেকাট্রনিক্স-৯, ট্যুরিজম-১০, ডাটা কমিউনিকেশন-৫, কম্পিউটার সায়েন্স-৫, আইপিসিটি-১২, মাইনিং-১, সার্ভে-৫, গার্মেন্টস ডিজাইন অ্যান্ড প্যাটার্ন মেকিং-৪, সিভিল (উড)-৪, সিরামিক-৩, গ্লাস-২, গ্রাফিক ডিজাইন-৩, প্রিন্টিং-৩)।
শিক্ষাগত যোগ্যতা: পদার্থ ও রসায়নসহ দ্বিতীয় শ্রেণির স্নাতক/সমমানের ডিগ্রি অথবা উচ্চ মাধ্যমিক (ভোকেশনাল) পরীক্ষায় উত্তীর্ণ ও সংশ্লিষ্ট বিষয়ে ২ বছরের ট্রেড কোর্স এবং ৫ বছরের অভিজ্ঞতা।
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা।
০৩.পদের নাম: ক্রাফট ইনস্ট্রাক্টর (টেক/ল্যাব)
পদ সংখ্যা: ১০৫টি (সিভিল-৮, ইলেকট্রিক্যাল-৬, মেকানিক্যাল-৩, পাওয়ার-১, ইলেকট্রোনিক্স-১৮, কম্পিউটার-২৭, আরএসি-১৯, এনভায়রনমেন্টাল-১, ফুড-১৩, টেলিকমিউনিকেশন-১, ইলেকট্রোমেডিক্যাল-২, কন্সট্রাকশন-১, মেকাট্রনিক্স-৫।
শিক্ষাগত যোগ্যতা: পদার্থ ও রসায়নসহ দ্বিতীয় শ্রেণির স্নাতক/সমমানের ডিগ্রি অথবা উচ্চ মাধ্যমিক (ভোকেশনাল) পরীক্ষায় উত্তীর্ণ ও সংশ্লিষ্ট বিষয়ে ২ বছরের ট্রেড কোর্স এবং ৫ বছরের অভিজ্ঞতা।
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা অনলাইনে http://dter.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদন শুরুর সময়
৫ মে ২০২১ তারিখ সকাল ১০টা থেকে আবেদন করা যাবে।
আবেদনের শেষ সময়
২৫ মে ২০২১ তারিখ বিকেল ৫টা পর্যন্ত আবেদন করা যাবে।
0 Comments