Ticker

6/recent/ticker-posts

পাট গবেষণা ইনস্টিটিউটে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১

 


পাট গবেষণা ইনস্টিটিউটে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১


পাট গবেষণা ইনস্টিটিউটে চাকরি


পদ সংখ্যা-০৯জন



স্মারকনং-১২,২৩,০০০০,০০৪.১১.০০৪.২১.২৮৪৬

 স্মারকনং-১২.২৩,০০০০,০০৪.১১.০০৪.২১.৩৩৭৩ 

তারিখঃ ২২/০৩/২১


তারিখঃ ০৭/০৬/২১


আবেদনের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে।



পদের নাম শিক্ষাগত যােগ্যতা


১.প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা-৩জন বেতনঃ

৫০০০০-৭১২০০/-

সংশ্লিষ্ট বিষয়ে পিএইচডি-সহ ৭ বৎসরের বাস্তব অভিজ্ঞতা(টেক)/(কৃষি)/এম.এস.এস.সি.সহ সংশ্লিষ্ট কাজে অরদানসহ ১০ বৎসরের

অভিজ্ঞতা। ৮টি প্রকাশিত মৌলিক গবেষণা

 প্রবন্ধ থাকাবাঞ্ছনীয়। উচ্চতর শিক্ষাগত 

যােগ্যতা অগ্রাধিকারযােগ্য।বয়স

১৫.০৪:২০২১খ্রি: তারিখে সর্বনিম্ন ৩৯ বৎসর।



২.উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা-৬জন বেতনঃ ৩৫৫০০-৬৭০১০/-

সংশ্লিষ্ট বিষয়ে পি.এইচ.ডি সহ ২ বৎসরের অভিজ্ঞতা,অথবা বিএসসি (কৃষি)/বিএসসি (টেক)/ এম.এস./এম.এস.সি-সহ ৫ বৎসরের অভিজ্ঞতা। ৩টি মৌলিকগবেষণা প্রবন্ধের প্রকাশনা অগ্রাধিকারযােগ্য।বয়স১৫.০৪.২০২১

খ্রি: তারিখে সর্বনিম্ন ৩৫ বৎসর।



১। প্রার্থীদের নির্ধারিত আবেদনের মডেল ফরমে আবেদন করতে হবে।http://old.mopa.gov.bd/ uploads/ 2017/ archive/forms/

adminl-2014-01.PDF) 4R fa e 4 sa

সাইট www.bjri.gov.bd এ পাওয়া যাবে। (২) প্রার্থীগণকে আগামী২৫.০৩.২০২১ইং হতে ৩০.০৬.২০২১খ্রি: তারিখ পর্যন্ত অফিস সময়ের মধ্যে সরাসরি/ডাকযােগে আবেদনপত্র মহাপরিচালক, বাংলাদেশ পাট গবেষণা

ইনস্টিটিউট, মানিক মিয়া এভিনিউ, ঢাকা-১২০৭ বরাবর পৌছাতে হবে।(৩) চাকুরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে

আবেদনপত্র পৌছাতে হবে। (৪) প্রার্থীগণকে National Agricultural Research System (NARS) নীতিমালা/মানদন্ড অনুযায়ী মূল্যায়ন করা হবে। সে প্রেক্ষিতে নির্দিষ্ট মূল্যায়ন ফরম ৪ প্রস্থ (সংযােজনীসহ)আবেদনপত্রের সাথে দাখিল করতে হবে। নির্দিষ্ট মূল্যায়ন ফরম বিজেআরআই এর ওয়েবসাইট www.bjri.gov.bd হতে Download করে সংগ্রহ করা যাবে। (৫) আবেদনকারীকে সােনালী ব্যাংকের যে কোন

শাখা হতে মহাপরিচালক, বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট এর অনুকূলে ৫০০/- টাকা মূল্যামানের ব্যাংক ড্রাফট/পে-অর্ডার (অফেরৎযােগ্য) আবেদনপত্রের সঙ্গে দাখিল করতে হবে। (৬) আবেদনপত্রের খামের উপর

পদের নাম ও জেলা স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। (৭) উল্লেখিত পদে সংক্রান্ত অথবা বিএসসি

এম.এস./নিয়ােগের নিয়ােগ সরকারি যাবতীয় বিধি-ক্ষেত্রে বিধান/আদেশ/কোটা (প্রযােজ্য ক্ষেত্রে) এবং আনুষ্ঠানিকতা অনুসরণ করা

হবে। পরিচালক (প্রশাসন ও অর্থ), '


পাট গবেষণা ইনস্টিটিউটে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১


Post a Comment

0 Comments