মা ও শিশু কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্র
জাতীয় পর্যায়ে বে - সরকারি উন্নয়ন সংস্থা যা মা ও শিশু কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্র
স্মারক নং - ম / ও / শিক / স্বা / কে -২০১৮ অনুযায়ী দারিদ্র বিমােচন প্রতিবন্ধী পুনর্বাসন ও নারী অধিকার নিয়ে সারা দেশব্যাপী কাজ শুরু করছে । নেদারল্যান্ড এর আর্থিক সহায়তায় উক্ত এনজিও প্রতিষ্ঠানে উল্লেখিত কর্মসূচীতে নিমােক্ত পদে কাজ করতে আগ্রহী পুরুষ / মহিলাদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে ।
নং , পদের নাম , বেতন পদ সংখ্যা । শিক্ষাগত যােগ্যতা
০১.উপজেলা পরিদর্শক (৯৬ জন)
(২৫,৮০০ /-)
বিএ / সমমান , নিজ থানার সকল কর্মকর্তাদের পরিচালনা ও প্রতিবেদন তৈরি করা ।
০২.কর্মসূচি সংগঠক (১৫৮ জন)
(২৩,৭৫০ /-)
এইচএসসি / সমমান , নিজ উপজেলা সকল সংগঠকদের পরিচালনা করতে হবে । এনজিও অভিজ্ঞদের অগ্রাধিকার ।
০৩.কমিউনিটি ম্যানেজার (১১০ জন)
(২১,৫০০ /-)
এইচএসসি / সমমান , কমিউনিটি ক্লিনিক পরিচালনা করার দক্ষতা থাকতে হবে ।
০৪.ইউনিয়ন পরিদর্শক (২১৮ জন)
(২০,৭০০ /-)
এসএসসি / অষ্টম শ্রেণী । ইউনিয়ন অফিস পরিদর্শন ও কর্মী পরিচালনা করতে হবে।
নিয়মাবলী : -
১ ) আগ্রহী প্রার্থীদের ১ কপি ছবি , পদের নাম ও মােবাইল নম্বর , জীবন বৃত্তান্ত ই - মেইলের মাধ্যমে পাঠাতে হবে । প্রশিক্ষণের সময় কপি ছবি , সকল সনদের মূলকপি প্রদর্শন করতে হবে ও এক সেট ফটোকপি জমা দিতে হবে । বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে নিম্নে উল্লেখিত শুধুমাত্র - মেইলের মাধ্যমে দরখাস্ত পাঠাতে হবে ।
২ ) সাক্ষাৎকার প্রশিক্ষণ নিজ উপজেলার শাখা অফিসে অনুষ্ঠিত হবে এবং কর্মস্থল এলাকার মধ্যে রাখা হবে পরিচালক মানবসম্পদ , ( স্বাস্থ্য মা ও শিশু কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্র প্রধান কার্যালয় : রােড # ২২০ , রােড # ৩১ , গুলশান -২ , ঢাকা -১২১২ ।
ই - মেইল : moscsk19@gmail.com
0 Comments