বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব
বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব:
পদ সংখ্যা ০৫ জন
পদের নাম - পদ সংখ্যা
১. প্রভাষক ( সিএসই -১ , বাংলাদেশ স্টাডিজ -১) , { ০২ জন }
২. সহকারী নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার , { ০১ জন }
৩. সহকারী প্রােগ্রামার , { ০১ জন }
৪. ল্যাব এটেনডেন্ট ( সিএসই ) , { ০১ জন }
প্রার্থীকে জীবন বৃত্তান্ত ছকের সাথে একটি পৃথক আবেদনপত্রসহ আবেদন করতে হবে ।
সাধারণ শর্তাবলী : রেজিস্ট্রার বরাবর স্বহস্তে লিখিত আবেদনপত্র ও আবেদনপত্রের সাথে নির্ধারিত জীবন বৃত্তান্ত এবং | প্রয়ােজনীয় কাগজপত্রসহ শিক্ষকদের জন্য ৫ সেট ও অন্যান্যদের জন্য ১ সেট দরখাস্ত আগামী ২০-০৬-২০২০ তারিখ হতে ১৯-০৭-২০২১ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে ( সরকারী ছুটির দিন ব্যতীত সকাল ০৯ : ০০ টা থেকে বিকাল ০৫ : ০০ টা ) বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ঢাকাস্থ লিয়াজো অফিস ( ফ্ল্যাট - ডি ১ , বাড়ি নং- ৭০/১ , সড়ক নং- ৬ / এ , ধানমন্ডি আবাসিক এলাকা , ঢাকা ১২০৯ ) -এ ঠিকানায় রেজিস্টার্ড ডাকযােগে প্রেরণ করতে হবে । খামের উপর প্রার্থীত পদের নাম উল্লেখ করতে হবে । প্রার্থীদেরকে আবেদনপত্রের | সাথে “ রেজিস্ট্রার , বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি | বিশ্ববিদ্যলয় ” -এর অনুকূলে জনতা ব্যাংকের যে কোন শাখা থেকে ১ থেকে | ৪ নং ক্রমিক এর জন্য ৬০০ / টাকা মূল্যের পে - অর্ডার / ব্যাংক ড্রাফট ( অফেরত্তযােগ্য ) সংযুক্ত করতে হবে । আবেদনপত্রের সঙ্গে নিম্নবর্ণিত কাগজপত্র সংযােজন করতে হবে : ( ক ) সদ্য তােলা পাসপাের্ট সাইজের ৩ কপি সত্যায়িত ছবি । ( খ ) সকল পরীক্ষা পাসের সার্টিফিকেট এর সত্যায়িত | অনুলিপি । ( গ ) অভিজ্ঞতার সনদপত্রের সত্যায়িত অনুলিপি । ( ঘ ) | প্রকাশনা / প্রশিক্ষণ ইত্যাদি ( প্রযােজ্য ক্ষেত্রে ) এর সত্যায়িত অনুলিপি । ( ঙ ) | ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান / পৌরসভার চেয়ারম্যান / সিটি কর্পোরেশনের ওয়ার্ড কমিশনার কর্তৃক ইস্যুকৃত চারিত্রিক ও নাগরিকত্ব সনদ | এর সত্যায়িত অনুলিপি । ( চ ) জাতীয় পরিচয়পত্র / জন্ম নিবন্ধনের সত্যায়িত কপি । ( ছ ) ১০ টাকা মূল্যের ডাক টিকিটসহ নিজ ঠিকানায় উল্লেখপূর্বক ৯ সাইজের ফেরত খাম ( ১ টি ) । চাকুরীরত প্রার্থীদেরকে তাদের স্ব স্ব নিয়ােগকারী কর্তৃপক্ষের মাধ্যমে আবদেন করতে হবে । অভিজ্ঞতার ক্ষেত্রে এই বিশ্ববিদ্যালয়ে কর্মরত প্রার্থীর জন্য মােট চাহিত অভিজ্ঞতার এক পঞ্চমাংশ শিথিলযােগ্য হবে । এই নিয়ােগ বিজ্ঞপ্তি প্রকাশের কারণে | বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আবেদনকারীর পরীক্ষা গ্রহণ করতে / তাকে প্রার্থিত পদে নিয়ােগ প্রদান করতে বাধ্য থাকবে না । রেজিস্ট্রার , বঙ্গমাতা শেখ | ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ।
0 Comments