ওয়েভ ফাউন্ডেশন
পদ সংখ্যা ২০ জন
নং, পদের নাম, বেতন পদ সংখ্যা যােগ্যতা
ও অভিজ্ঞতা
১.রিজিওনাল ম্যানেজার
8৫,০০০- ৫৫,০০০/-
বয়স : সর্বোচ্চ ৪৫।
পদ সংখ্যাঃ(০৫ জন)
স্নাতকোত্তর। ক্ষুদ্রঋণ কর্মসূচি বাস্তবায়নে
ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় কমপক্ষে ২০টি
শাখা সমন্বয়ের ৩-১০ বছরের অজ্ঞিতা।
২. এরিয়া ম্যানেজার
৩৫,০০০ -৪৫,০০০/-
বয়স : সর্বোচ্চ ৪০।
পদ সংখ্যাঃ(০৫ জন)
স্নাতকোত্তর। ক্ষুদ্রঋণ কর্মসূচি বাস্তবায়নে
ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় কমপক্ষে ৫টি
শাখা সমন্বয়ের ৩-৭ বছরের অজ্ঞিতা।
৩. ইউনিট ম্যানেজার
২৯,৩৫০-৩৫,৮৫০/-
বিয়স : সর্বোচ্চ ৪০।
পদ সংখ্যাঃ(১০জন)
স্নাতকোত্তর। ক্ষুদ্রঋণ কর্মসূচি ইউনিট
ম্যানেজার পদে ৩ বছর কাজের অজ্ঞিতা
থাকতে হবে।
সকল পদের জন্য উৎসব ভাতা ও রিজিওনাল ম্যানেজার ব্যতীত সকলপদে আবাসন সুবিধা থাকবে। ৬ মাস পর কাজের ফলাফল মুল্যায়নের
ভিত্তিতে স্থায়ী নিয়ােগেরসুযােগ থাকবে। বেতনসহ অন্যান্য (প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি ও কর্মী কল্যাণ ইত্যাদি) প্রদান আগ্রহী প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবনবৃত্তন্ত (যােগাযােগ নম্বরসহ), শিক্ষার সনদ ও জাতীয় পরিচয় পত্রের ফটোকপি, এক কপি এবং ওয়েভ ফাউন্ডেশন শিরােনামে ২০০/- টাকার
ডিডিসহ আগামী ২৪ জুন ২০২১ তারিখের মধ্যে প্রশাসন ও মানবসম্পদ বিভাগ, ওয়েভ ফাউন্ডেশন, ২২/১৩বি, ব্লক-বি, খিলজী রােড, মােহাম্মদপুর,ঢাকা- ১২০৭ ঠিকানায় আবেদন করতে হবে। শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের
পরীক্ষার সুযােগ দেওয়া হবে এবং প্রার্থীর মােবাইল নম্বরে যােগাযােগ করা হবে। নিয়ােগের সময় শর্ত প্রযােজ্য। উল্লেখ্য যে, কোন টিএ/ডিএ প্রদান করা হবে।
0 Comments