পদের সংখ্যা ০৯ জন
পদের নাম, বেতন, সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
১। ক্যাশিয়ার (০১ জন) (৯৩০০-২২৪৯০/-)
উচ্চমাধ্যমিক সাটিফিকেট পাশ ।
২। নাজির (০২ জন) (৯৩০০-২২৪৯০/-)
উচ্চমাধ্যমিক সার্টিফিকেট পাশ ।
৩। লাইব্রেরী সহকারী (০১ জন) (৯৩০০-২২৪৯০/-)
উচ্চমাধ্যমিক সার্টিফিকেট পাশ ।
৪। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (০২ জন) (৯৩০০-২২৪৯০/-)
এইচএসসি সমমানের পাশ । টাইপের গতি বাংলা ২০ ও ইংরেজীতে ২০ শব্দ
৫। হিসাব সহকারী (০১ জন) (৯৩০০-২২৪৯০/-)
উচ্চমাধ্যমিক সার্টিফিকেট পাশ ।
৬। বেঞ্চ সহকারী (০১ জন) (৯৩০০-২২৪৯০/-)
উচ্চমাধ্যমিক সার্টিফিকেট পাশ ।
৭। প্রসেস সার্ভার (০১ জন) (৮৫০০-২০৫৭০/-)
উচ্চমাধ্যমিক সার্টিফিকেট পাশ ।
শতাবলী :
১। দরখাস্থ আগামী ১১/০৩/২০২১ তারিখে মধ্যে ডাকযােগে অথবা সরাসরি সভাপতি , নিয়ােগ সংক্রান্ত বাছাই কমিটি , অতিরিক্ত জেলা জজ নড়াইল বরাবরে আবেদন পত্র পেীচ্ছাতে হবে ।
২। প্রার্থীর বয়স ০১/০২/২০২১ তারিখে ১৮ থেকে ৩০ বছর এবং বীর মুক্তিযােদ্ধা ও শহীদ বীর মুক্তিযােদ্ধা দের পুত্র কন্যা এবং শারীরিক প্রতিবন্দীদের ক্ষেত্রে ৩২ বছর । বীর মুক্তিযােদ্ধা ও শহীদ বীর মুক্তিযােদ্ধা দের পুত্র কন্যা দের পুত্র কন্যার বয়স ৩০ বছর ।
৩। আবেদনের সাথে নিমােক্ত কাগজপত্র সংযুক্ত করতে হবে ।
ক ) প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত ০৩ কপি রঙ্গিণ ছবি ।
খ ) জাতীয় পরিচয় পত্র ।
গ ) চেয়ারম্যান কতৃক নাগরিকত্ব সনদ ।
ঘ ) শিক্ষাগত যােগ্যতার সকল সনদের সত্যায়িত ফটোকপি ( প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক নাম সহ শীল ।
ঙ ) প্রথম শেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক চারিত্রিক সনদপত্র ।
চ ) খামের উপর পদের নাম উল্লেখ করতে হবে । ছ ) সকল অভিজ্ঞতার সনদ পত্র ।
জ ) কোটার ক্ষেত্রে সনদ পত্র ।
৫। পদের নাম ও প্রার্থীর ঠিকানা সম্বলিত ১২ / - টাকার ডাকটিকিট লাগানাে ৯.৫ ইঞ্চি / ৪.৫ ইঞ্চি ফেরত খাম আবেদনের সাথে সংযুক্ত করতে হবে।
মাে : হায়দার আলী খন্দকার
সভাপতি নিযােগ সংকান বাছাই কমিটি অতিরিক্ত জেলা জজ নড়াইল।
0 Comments