বিজ্ঞপ্তি নং -৩ / ২০২১
তারিখ : ২৩/০২/২০২১
পদের সংখ্যা ২৪৭৮ জন ।
সােনালী ব্যাংক লিঃ- ৭৫৮ টি , জনতা ব্যাংক লিঃ- ১২১ টি , রূপালী ব্যাংক লিমিটেড- ৬৯ টি , বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড- ০৩ টি , আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক ৫৭ টি , বাংলাদেশ কৃষি ব্যাংক ১৪৪০ টি , রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ৩ টি , বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন ২৭ টি ।
পদের নাম, বেতন, শিক্ষাগত যােগ্যতা ও অভিজ্ঞতা
১। অফিসার , ১৬,০০০-৩৮,৬৪০ / -
স্নাতকোত্তর ডিগ্রী অথবা চার বছর মেয়াদী স্নাতক / স্নাতক ( সম্মান ) / সমমান ডিগ্রী থাকতে হবে । মাধ্যমিক স্কুল সার্টিফিকেট / সমমান এবং তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষাসমূহে ন্যূনতম ১ টিতে প্রথম বিভাগ / শ্রেণী থাকতে হবে । গ্রেডিং পদ্ধতির ফলাফলের ক্ষেত্রে সরকারী নীতিমালা প্রযােজ্য হবে । কোন পর্যায়েই ৩ য় বিভাগ / শ্রেণী গ্রহণযােগ্য হবে না । গ্রেডিং পদ্ধতিতে প্রকাশিত ফলাফলের ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়ের ০২/০৬/২০০৯ ও ০২/০৩/২০১০ তারিখের যথাক্রমে প্রজ্ঞাপন নং শিম / শাঃ ১১ / ৫-১ (অংশ) / ৫৮২ ও শিম / শাঃ ১১ / ১৯-১ / ২০০৭ / ১৭৪ অনুযায়ী বর্তমান প্রচলিত জিপিএ বা ক্ষেত্রমত , সিজিপিএ এর বিপরীতে পূর্বের ১ ম , ২ য় বিভাগ / শ্রেণী নিমরূপে নির্ধারিত হবে :
১। এসএসসি বা সমমান এবং এইচএসসি বা সমমান পরীক্ষার ফলাফলের ক্ষেত্রে জিপিএ ৩.০০ বা তদুর্ধ্ব
0 Comments