জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়নিয়োগ বিজ্ঞপ্তি
তারিখ : ১১/০২/২০২১
স্মারক নং- রেজি / প্রশা : ( টিচিং ) ২০২০-২০২১ / ০১
পদের সংখ্যা ২৬ জন
পদের নাম - বিভাগ - সংখ্যা
১। প্রভাষক ( বি : কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়রিং ) - { ০৩ জন }
২। প্রভাষক ( রসায়ন ) - { ০৫ জন্য }
৩। প্রভাষক ( গণিত ) - { ০৪ জন }
৪। প্রভাষক ( উদ্ভিদবিজ্ঞান ) - { ০২ জন }
৫। প্রভাষক ( মার্কেটিং ) ( অস্থায়ী ) - { ০২ জন }
৬। প্রভাষক ( জানালিজম এন্ড মিডিয়াস্টাডিজ ) ( স্থায়ী ) ও ( অস্থায়ী ) - { ০১ জন }
৭। প্রভাষক ( দর্শন ) ( অস্থায়ী ) - { ০৬ জন }
৮। প্রভাষক ( সেন্টার অব এক্সসেলেল টিচিং এন্ড লানিং ) ( অস্থায়ী ) - { ০১ জন }
বেতন : প্রভাষক : ২২০০০-৫৩০৬০ /-
শতাবলী :-
১। শিক্ষাগত যােগ্যতা ও অভিজ্ঞতা : প্রার্থীর এসএসসি ও এইচএসসি উভয় ক্ষেত্রে সনাতন পদ্বতিতে ১ ম বিভাগ ও গ্রেডিং পদ্বতিতে বিজ্ঞানও বাণিজ্য শাখায় জিপিএ ৪.২৫ ( ৫.০০ ) মানবিক শাখায় জিপিএ ৪.০০ ( ৫,০০ ) থাকতে হবে । আবেদনকারীদের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং / রসায়ন / গণিত / উদ্ভিদবিজ্ঞান / মার্কেটিং / সেন্টারঅব এক্সসেলেন্স এন্ড চিটিং লানিং এর আবেদকারীদের আইটি বিষয়ে স্নাতক সম্মান ) / সমমান ও স্নাতকোত্তর / সমমান উভয় পরীক্ষায় সনাতন পদ্ধতিতে ১ ম শ্রেণি ও গ্রেডিং পদ্বতিতে ৩.৬০ ( ৪.০০ ) ও জানালিজম এন্ড মিডিয়া স্টাডিজ দর্শন বিষয়ে স্নাতক সম্মান ) / সমমান ও স্নাতকোত্তর / সমমান উভয় পরীক্ষায় সনাতন পদ্ধতিতে ১ ম শ্রেণি ও গ্রেডিং পদ্ধতিতে ৩.৫০ ( ৪.০০ ) থাকতে হবে ।
২। এই বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী শিক্ষদের উপরােক্ত শিক্ষাগত যােগ্যতা প্রযােজ্য হবে না ।
৩। প্রাথীকে নির্ধারিত ফরমে আবেদন করতে হবে । ৭ সেট আবেদন প্রতি সেটের সাথে সকল শিক্ষাগত যােগ্যতার সনদপত্র , নম্বরপত্র , গবেষনামূলক প্রকাশনার কপি ও অভিজ্ঞার প্রমানপত্র দিতে হবে । দরখাস্তের সাথে ২ কপি সথ্যায়িত ছবি এবং রেজিস্টার অনুকুলে ৬০০ / - টাকা ব্যাংক ড্রাফট অথবা অগ্রণী ব্যাংক থেকে জাবি শাখার সিডি -৬৮ একাউন্টে ৬০০ / - টাকা জমাদানের রশিদ সংযুক্ত করতে হবে । আবেদন কারী www.juniv.edu ওয়েব সাইডে থেকে ফরম সংগ্রহ করতে পারবে । আবেদন জমাদানের শেষ তারিখ : ২৫/০২/২০২১ ।
নিচের বিজ্ঞপ্তিটি দেখুন।
0 Comments