Ticker

6/recent/ticker-posts

পরিবার পরিকল্পনায় নিয়ােগ

 

পরিবার পরিকল্পনায় নিয়ােগ

পরিবার পরিকল্পনায় নিয়ােগ 

তারিখ:- ২৪/০২/২০২১ ইং

 

পদের নাম  -  সংখ্যা  -  শিক্ষাগত যােগ্যতা  -  বেতন গ্রেড

 উপজেলা অফিসার:- ২১  জন । ( বিএ / সমমান ) ২৭,১৮০ /-

 অডিট অফিসার:- ১০৫  জন । ( এইচ.এস.সি / সমমান ) ২৪,৫০০ /-

 অফিস সহকারী:- ২১৮  জন । ( এসএসসি / সমমান ) ১৩,৩০০ /-



গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য মন্ত্রনালয় কঠক অনুমােদিত যার রেজিঃ নং ১৯৮৬৭/১২ , দেশব্যাপী জেলা , থানা , ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে স্বাস্থ্য , শিক্ষা , পুষ্টি , পরিবার পরিকল্পনা এবং কমিউনিটি ক্লিনিক পরিচালনার লক্ষ্যে স্থায়ী ভিত্তিতে জামানত বিহীন শর্তসাপেক্ষে পুরুষ / মহিলাদের নিকট থেকে নিমােক্ত ই - মেইলে দরখাস্ত আহ্বান রা যাচ্ছে ।


 


১। আগ্রহী প্রার্থীদের ১ কপি পাসপোর্ট সাইজের ছবিসহ শিক্ষাগত যােগ্যতা সনদ ,  জাতীয় পরিচয়পত্রের ফটোকপি , যােগাযোগের মােবাইল নম্বরসহ আগামী ২৪ / ০২ / ২০২১ ইং তারিখে মধ্যে শুধুমাত্র ই - মেইলের মাধ্যমে আবেদন পাঠাতে হবে ।

 

২। সকল নিয়ােগপ্রাপ্তদের কর্মজ ও প্রশিক্ষণ নিজ জেলা ও উপজেলা মধ্যে রাখা হবে। 


৩। কেবলমাত্র বাছাইকৃত তালিকাভূক্ত প্রার্থীদের সাথে মােবাইলের মাধ্যমে যােগাযােগ করে কি উলেখিত প্রতিটি পদের জন্য যাতায়াত , মেডিকেল ভাতা প্রদান করা হবে এবং পদ অনুসারে ল্যাপটপ ৫ মােটরসাইকেল প্রদান করা হবে এবং চলতি বছরের উত্তীর্ণ ছাত্র / ছাত্রীরা আবেদন করতে পারবে । 

পরিবার পরিকল্পনা স্বাস্থ্য কেন্দ্র


ই- মেইলঃ poribarporikal@gmail.com



Post a Comment

1 Comments