উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রে নিয়ােগ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমােদিত রেজিনং - সি -০০১১৯৭৭৪ জাতীয় প্রতিবন্ধী মন ফাউন্ডেশনের অনুদান প্রান্ত নথি নং - জাপ্রঃউঃফাঃ -৫৫ ও স্বাস্থ্য মন্ত্রণালয়েল অনুমোতি প্রাপ্ত নথি নং - স্বাঃঅধিঃ/প্রাঃস্বাপা/বেসরকারি প্রশিক্ষণ -২ এর অধীনে থানা ও ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ে দুই অবহেলিত স্বল্প আয়ের মানুষের অল্প খরচে উন্নত চিকিৎসাসেবা ও প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে কিছু সংখ্যক পুরুষ / মহিলা নিয়ােগ করা হবে ।
পদের নাম - সংখ্যা - শিক্ষাগত যােগ্যতা ও বেতন
১. কমিউনিটি ম্যানেজার :-১০৫ জন ।
বিএ / সমমান , নিজ উপজেলার প্রকল্পের সকল কর্মকর্তাদের কাজের তদারকি ও প্রতিবেদন তৈরি করা । বেতন -২৮,৫০০ /-
২. পরিবার পরিকল্পনা পরিদর্শক :- ১১৯ জন ।
এইচএসসি সমমান , নিজ ইউনিয়ন অফিসে সকল জন কার্যক্রম পরিচালনা করতে হবে । বেতন- ২৬,২০০ /-
৩. ইউনিয়ন অর্গানাইজার :- ১৩০ জন ।
এইচএসসি / এসএসসি , ক্লিনিক পরিচালনা করার দক্ষতা জন ও মানসিকতা থাকতে হবে । বেতন- ২৫.৫০০ /-
৪. ওয়ার্ড ভিজিটর :- ১৫০ জন ।
এসএসসি / অষ্টম শ্রেণী , ওয়ার্ড পর্যায় , উঠান বৈঠক জন পরিচালনা করতে হবে । বেতন- ১৯,৫০০ /-
শর্তাবলী : আগ্রহী প্রার্থীদের ১ কপি ছবি , পদের নাম ও মােবাইল নম্বর , জীবন বৃত্তান্তসহ বিজ্ঞপ্তি প্রকাশে ২১ দিনের মধ্যে দরখাস্ত ই-মেইলে পাঠাতে হবে ।
প্রশিক্ষণের সময় ২ কপি ছবি , সকল সনদের মূলকপি প্রদর্শন করতে হবে । সাক্ষাৎকার , প্রশিক্ষণ নিজ উপজেলার শাখা অফিসে অনুষ্ঠিত হবে এবং কর্মস্থল নিজ এলাকার মধ্যে রাখা হবে । পরিচালক ( স্বাস্থ্য বিভাগ )
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্র
প্রধান কার্যালয় : বাড়ি -৩১০ , রােড -৭১ , গুলশান -২ , ঢাকা -১২১২
ই - মেইলে : uhafpc@gmail.com
0 Comments