Ticker

6/recent/ticker-posts

সিলেট বিভাগীয় কমিশনের কার্যালয় নিয়োগ২০২১

সিলেট বিভাগীয় কমিশনের কার্যালয় নিয়োগ২০২১


সিলেট বিভাগীয় কমিশনের কার্যালয় নিয়োগ


পদের সংখ্যা ৩৮ জন 

স্মারক নং -০৫.৪৬.০০০০.০০৪.১১.০০২.১৬.১১৮
পদের নাম -  সংখ্যা - শিক্ষাগত যােগ্যতা ও অভিজ্ঞতা - বেতন 

১। সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর :-০১ জন্য । 
স্নািতক ডিগ্র বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ , কম্পিউটারের হার্ডওয়্যারের উপর বেসিক  ধারনা থাকতে হবে । টাইপের গতি বাংলা ২৫ ও ইংরেজীতে ৩০ শব্দ । 
বেতন :- ১০,২০০ - ২৪,৬৮০ /-


২। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক :- ১৮ জন্য । 
এইচ.এস.সি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ । কম্পিউটার ব্যবহার , সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং , ডাটা এন্ট্রি ও টাইপিংয়ে বাংলায় ২০ ও ইংরেজিতে ২০ শব্দসহ কম্পিউটারে প্রশিক্ষণপ্রাপ্ত । 
বেতন :- ৯,৩০০ - ২২,৪৯০ /-


৩। গাড়িচালক :- ০১ জন । 
৮ ম শ্রেণি পাশ । বিআর টি এ কর্তৃক বৈধ্য ডাইভিং লাইসেন্স থতাকতে হবে ।
বেতন :- ৯,৩০০ - ২২,৪৯০ /-

৪। ডেসপার রাইডার :- ০৪  জন ।
মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান সার্টিফিকেট । মােটর সাইকেল চালনায় বিআর টি এ কর্তৃক বৈধ্য ডাইভিং লাইসেন্স থতাকতে হবে ।
বেতন :- ৮২৫০ - ২০০১০ /-

৫। অফিস সহায়ক :- ১ জন্য । 
মািধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান সার্টিফিকেট ।
বেতন :- ৮২৫০ - ২০০১০ /-

৬। অর্ডারলি :- ০৬ জন্য । 
মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান  সার্টিফিকেট ।
বেতন :-৮২৫০ - ২০০১০ /-

৭। নিরাপত্তাপ্রহরী :- ০৩ জন্য । 
মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান সার্টিফিকেট ।
বেতন :- ৮২৫০ - ২০০১০ /- 

৮। বাবুর্চি :- ০২ জন । 
৮ ম শ্রেণি পাশ । রান্নার কাজে ৫ বছরের অজ্ঞিতা । 

সিলেট বিভাগের প্রার্থীদের আবেদন করার জন্য অনুরােধ করা হলাে । 

আবেদনকারী গণকে http : // divsl , teletalk.com.bd ওয়েবসাইড অনলাইনে আবেদনপত্র পূরণ করতে পারবেন ১৫/০২/২০২১ থেকে ১৪/০৩/২০২১ তারিখের মধ্যে । নিয়ােগ সংক্রান্ত সব তথ্য www.sylhetdiv.gov.bd এবং http : // divsl . teletalk.com.bd ওয়েবসাইড ।

সিলেট বিভাগীয় কমিশনের কার্যালয় নিয়োগ২০২১

সিলেট বিভাগীয় কমিশনের কার্যালয় নিয়োগ২০২১

সিলেট বিভাগীয় কমিশনের কার্যালয় নিয়োগ২০২১



Post a Comment

0 Comments