নৌপরিবহন মন্ত্রনালয় নিয়োগ
তারিখ: ২৫/০১/২০২১
স্মারক নং ১৮.১৭.০০০০.০০৮.১২.০০১.১৮/৪৪৮
পদের সংখ্যা ১৯ জন
পদের নাম, বেতন, সংখ্য, শিক্ষক যোগ্যতা ও অভিজ্ঞতা
১। সাটঁলিপিকার কাম কম্পিউটার অপারেটর (০৫জন) (১১০০০-২৬৫৯০/=)
দ্বিতীয় শ্রেণীর স্নাতক সমমানের পাশ । কম্পিউটারের ওপর প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে । বাংলা ও ইংরেজি সাঁটলিপিতে যথাক্রমে ৫০ ও ৮০ শব্দ। টাইপের গতি বাংলা ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দ।
২। ডাটা কন্ট্রোল অপারেটর (০৬ জন) (৯৩০০-২২৪৯০=/)
এইচএখন সমমানের পাশ । কম্পিউটার টাইপিং এ বাংলায় ২০ ও ইংরেজিতে ২০ শব্দের গতি। সংশ্লিষ্ট বিষয় এর Standard Aptitude Test এ উত্তীর্ণ হতে হবে ।
৩। ডাটা এন্ট্রি অপারেটর (০১জন) (৯৩০০-২২৪৯০/=)
এইচএখন সমমানের পাশ । কম্পিউটার টাইপিং এ বাংলায় ২০ ও ইংরেজিতে ২০ শব্দের গতি। সংশ্লিষ্ট বিষয় এর Standard Aptitude Test এ উত্তীর্ণ হতে হবে।
৪। অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর (০৫ জন) (৯৩০০-২২৪৯০)
২য় বিভাগে এইচএসসি সমমানের পাশ । কম্পিউটারের উপর প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে । কম্পিটার টাইপিংয়ে বাংলায় ২০ ও ইংরেজিতে ২০ শব্দের গতি ।
৫ । অফিস সহায়ক (০২জন) এসএসসি পাশ ।( ৮২৫০-২০০১০/=)
যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন না । ক্রমিক ১-৪ নং পদের জন্য মুন্সিগঞ্জ , রাজবাড়ি , মাদারিপুর , গােপালগঞ্জ , শেরপুর , বাগেরহাট , ঝালকাঠি , পটুয়াখালি , পিরােজপুর , কুমিল্লা , ফেনী , ব্রাহ্মণবাড়িয়া , লক্ষীপুর , খাগড়াছড়ি , নাটোর , পঞ্চগড় । ক্রমিক ৫ নং পদের জন্য টাংগাইল , কিশােরগঞ্জ , মাদারীপুর , ফরিদপুর , মারা , খুলনা , বাগেরহাট , কুমিল্লা , ব্রাহ্মণবাড়িয়া , চাঁদপুর , কক্সবাজার , সিরাজগঞ্জ , পাবনা , ঝাপুরহাট , নওগাঁ , দিনাজপুর , রংপুর , ও বরিশাল বিভাগের সকল জেলা । :
শর্তাবলি:
১ । ২৮/০১/২০২১ তারিখে প্রার্থীর বয়স সর্বনিম ১৮-৩০ বছর । মুক্তিযােদ্ধা ও শারিরীক প্রতিবন্দীদের ১৮-৩২ মুক্তিযােদ্ধা ও শহীদ মুক্তিযােদ্ধাদের কন্যা সন্তানদের বয়স ১৮-৩০ বছর ।
২ ।আবেদনকারীকে নৌপরিবহন অধিদপ্তরের ওয়েবসাইট www.dos.gov.bd অন - লাইন চাকরির আবেদন ফরম পূরণ করে সাবমিট করতে হবে ।
৩। অন - লাইন আবেদন ফরমের নির্ধারিত স্থানে প্রার্থীর ৩০০X৩০০ রেজুলেশনে সর্বোচ্চ ২৫ কিলােবাইটের jpg / jpeg ফরমেটে সদ্য তােলা রঙিন ছবি এবং ৩০০x৮০ সাইজের স্বাক্ষর আপলােড করতে হবে । মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের পূর্ব অন - লাইন আবেদনের কপি , বয়স শিক্ষাগত যােগ্যতার প্রমাণস্বরূপ সকল সনদ , ট্রান্সপিন্ট / মার্কশিট , জাতীয়তা সনদ , জাতীয় পরিচয়পত্র , মুক্তিযােদ্ধার সন্তান / সন্তানের সন্তান এর ক্ষেত্রে প্রয়ােজনীয় সনদপত্রাদি প্রথম শ্রেণির গেজেটেট কর্মকতা কতৃক চারিত্রিক সনদ।
৪ । অনলাইনে আবেদন পত্র যথাযতভাবে পূরণ করে ছবি ও স্বাক্ষর আপলােড করে আবেদরকারীর ছবি ও সম্বলিত আবেদনের কপি সংরক্ষণ যাবে । নগদ, বিকাশ ,ব্যাংক পেমেন্ট এর মাধ্যমে পরীক্ষার ফি বাবদ ১-৪ নং পদের জন্য ১১০ / - টাকা ৫ নং পদের জন্য ৫৫ / -টাকা অনধিক ৭২ ঘন্টার মধ্যে জমা দিতে হবে ।
৫। প্রার্থীদের অন - লাইন আবেদনের কপি আবশ্যিকভাবে সংরক্ষণ করতে হবে ।
৬।অনলাইনে আবেদনপত্র পূরণ সাবমিট করতে কোন সমস্যার সম্মুখীন hr @ cpa.gov.bd ই-মেইল ঠিকানায় সমস্যাটির বিষয়ে যোগাযোগ করা যাবে।
৭।অন - লাইন আবেদন গ্রহণ শুরুর সময় : ২৮/০১/২০২১ ।
৮।অন-লাইন আবেদন গ্রহণ শেষ সময় : ২৮/০২/২০২১ ।
0 Comments