Ticker

6/recent/ticker-posts

চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১


চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১

                                        চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি


 তারিখ : ২০/০১/২০২


স্মারক নং- ০৫.৪১.২৬০০,০১২,১১০০২.১৯.১২৭ 


পদের সংখ্যা ৫৭ জন ।

পদের নাম, বেতন, সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

১। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (০৯জন) (৯৩০০-২২৪৯০/=)

এইচএসসি সমমানের পাশ । কম্পিটারের উপর প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে । টাইপের গতি বাংলা ২০ ও ইংরেজীতে ৩০ শব্দ ।

২। নাজির কাম ক্যাশিয়ার (০৬ জন) (৯৩০০-২২৪৯০/=)

এইচএসসি সমমানের পাশ ।

৩। অফিস সহায়ক (২৩ জন) (৮২৫০-২০০১০/=)

৮ ম শ্রেণি পাশ ।

০৪। সার্টিফিকেট পেশকার (০৬ জন) (৯৩০০-২২৪৯০/=)

এইচএসসি সমমানের পাশ ।

৫ । সাটিফিকেট সহকারী (০৬ জন) (৯৩০০-২২৪৯০/=)

এইচএসসি সমমানের পাশ ।

৬ । ক্রেডিট চেকিং-কাম সায়রাত সহকারী (০৬ জন) (৯৩০০-২২৪৯০/=) এইচএসসি সমমানের পাশ ।

০৭। কার্যসহকারী (০১ জন) (৯৩০০-২২৪৯০/=)

এইচএসসি সমমানের পাশ ।

শর্তাবলী :

১। প্রার্থীকে বাংলাদেশের নাগরিক ও চাঁদপুর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে ।

২। দরখাস্থ আগামী ২৫/০২/২০২১ তারিখে মধ্যে জেলা প্রশাসক , চাঁদপুর এর নির্ধারিত ফরমটি জেলা কার্যালয়ে ডাকযােগে আবেদন পত্র পেীছাতে নির্ধারিত ফরম টি জেলা প্রশাসক , চাঁদপুর এর ওয়েবসাইটে ( www.chandpur.gov.bd ) হতে সংগ্রহ করা যাবে।

৩। প্রার্থীর বয়স ২৫/০২/২০২১ তারিখে ১৮ থেকে ৩০ বছর এবং বীর মুক্তিযােদ্ধা ও শহীদ বীর মুক্তিযােদ্ধা দের পুত্র কন্যা এবং শারীরিক প্রতিবন্দীদের ক্ষেত্রে ৩২ বছর । বীর মুক্তিযােদ্ধা ও শহীদ বীর মুক্তিযােদ্ধা দের পুত্র কন্যা দের পুত্র কন্যার বয়স ৩০ বছর ।

৪। আবেদনের সাথে নিমােক্ত কাগজপত্র সংযুক্ত করতে হবে ।

ক ) প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত ০৪ কপি রঙ্গিন ছবি ।

খ ) জাতীয় পরিচয় পত্র ।

গ ) চেয়ারম্যান কতৃক নাগরিকত্ব সনদ ।

ঘ ) শিক্ষাগত যােগ্যতার সকল সনদের সত্যায়িত ফটোকপি ( প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক নাম সহ শীল ।

ঙ ) প্রথম শেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক চারিত্রিক সনদপত্র ।

চ ) খামের উপর পদের নাম উল্লেখ করতে হবে । ছ ) সকল অভিজ্ঞতার সনদ পত্র ।

জ ) কোটার ক্ষেত্রে সনদ পত্র ।

৫। পদের নাম ও প্রার্থীর ঠিকানা সম্বলিত ১০ / - টাকার ডাকটিকিট লাগানাে ১০ ইঞ্চি / ৪.৫ ইঞ্চি ফেরত খাম আবেদনের সাথে সংযুক্ত করতে হবে ।

৬। ট্রেজারি চালানের মাধ্যমে পরীক্ষার ফি বাবদ কোড নং ১-০৭৪২-০০০০-২০৩১ তে ১,২,৪,৫,৬,৭ নং পদের জন্য ১০০ / - টাকা ও ৩ নং পদের জন্য ৫০ / - টাকা জমা প্রদান করে ট্রেজারি চালানের মূল কপি আবেদন পত্রের সাথে সংযুক্ত করতে হবে ।

চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১


Post a Comment

0 Comments