Ticker

6/recent/ticker-posts

ঢাকা বিআরটিএ কোম্পানি লি :নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১


ঢাকা বিআরটিএ কোম্পানি লি :নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১



স্মারক নং - ৩৫.আরএইচডি.০০০০.বিআরটি ( এমডি ) .১৪.০০৩.২০১৩-২১৫

তারিখ : ১৬/০২/২০২১

পদের সংখ্যা ১৩ জন


পদের নাম, বেতন, সংখ্যা, শিক্ষাগত যােগ্যতা ও অভিজ্ঞতা

১। উপ - মহাব্যবস্থাপক (১জন) (১০৫,০০০ /-) হিউম্যান রিসোর্স / ম্যানেজম্যান্ট / কর্মাস / ফিন্যান্স / একাউন্টিং / বিজনেস এডমিনিস্টেশনে স্নাতকোত্তর ডিগ্রী । ১২ বছরের কর্ম অভিজ্ঞতা । ২ । ব্যবস্থাপক (১জন) (৭৯,০০০ /-)

হিউম্যান রিসোর্স / ম্যানেজম্যান্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রী । ৮ বছরের কর্ম অভিজ্ঞতা ।

 ৩।ব্যক্তিগত কর্মকর্তা (২ জন) (২৫,০০০ /-)

স্নাতক ডিগ্রী ।

৪। অফিস সহকারী (৯ জন) (২২,০০০ /-) উচ্চমাধ্যমিক সার্টিফিকেট পাশ । টাইপিংএ কামকম্পিউটার অপারেটর প্রতিমিনিটে বাংলা ২০, ইংজেীতে ২০ গতি থাকতে হবে ।


শতাবলী :

১। প্রার্থীর বয়স ১-১- ১৯৯১ সালের পূর্বে নয় ।

২। মােখিক পরীক্ষার সময় নিমােক্ত কাগজ পত্রাদি প্রদ্রশন করতে হবে এবং পূরণকৃত আবেদনপত্র ফরমসহ সত্যায়িত এক সেট দাখিল করিতে হবে

ক ) সকল শিক্ষাগত যােগ্যতার সনদ পত্র ।

খ ) জাতীয় সনদপত্রের মূল কপি ।

গ ) প্রথম শ্রেণির গেজেটেট কর্মকর্তা কর্তৃক চারিত্রিক সনদ পত্র ।

ঘ ) মুক্তিযােদ্ধা ও অন্যন্যা কোটার ক্ষেত্রে প্রয়ােজনীয় কাগজপত্র ।

ঙ ) চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত সনদ ।

চ ) অনলাইনে আবেদনের পূরণ কৃত কপি ।

ছ ) নিয়ােগ সংক্রান্ত যাবতীয় তথ্য প্রত্রিকা ছাড়াও ওয়েব সাইড www.rthd.gov.bd পাওয়া যাবে । ৩। অনলাইনে আবেদন ফরম পূরণ সম্পকিত নিয়মাবলী :

ক ) পরীক্ষায় অংশ গ্রহনে ইচ্ছুক প্রার্থী http : // dbrt . teletalk.com.bd ওয়েবসাইড আবেদনপত্র পূরণ করতে পারবেন ।

i ) On line- আবেদনপত্র পূরণ ফি জামাদান শুরুর তারিখ । ০১/০৩/২০২১ সকাল ৯ টা ।

ii ) On line- আবেদনপত্র পূরণ ফি জামাদান শেষ তারিখ ৩১/০৩/২০২১ রাত ১২.০০ টা । উক্ত সময় সীমার মধ্যে User Id প্রাপ্ত প্রাথীগণ Online- আবেদনপত্র Submit সময় থেকে ৭২ ঘন্টার মধ্যে এস এম এস এ পরীক্ষার ফ্রি জমাদিতেই পারবেন ।

৪। প্রার্থীগণকে আবেদন ফি বাবদ ৩০০ / - টাকা যে কোন টেলিটক মােবাইল থেকে এসএমএস এর মাধ্যমে প্রদান করতে পারবেন ।

ঘ ) প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি http : //.dbrt . teletalk.com.bd ওয়েবসাইড প্রার্থীর মােবাইল ফোনে SMS মাধ্যমে জানানাে হবে ।

ঙ ) SMS প্রেরিত User ID , password ব্যবহার করে পরবর্তীতে রােল নম্বর , পদের , ছবি , পরীক্ষার তারিখ , সময় ও স্থানের নাম ইত্যাদি তথ্য পূর্বক প্রবেশপত্র প্রার্থী download করে রজ্ঞিন প্রিন্ট সংগ্রহ করতে পারবে ।

সফিকুল ইসলাম

ব্যবস্থাপনা পরিচালক

ঢাকা বিআরটিএ কোম্পানি লিঃ ।

Post a Comment

0 Comments