বাংলাদেশ বিমান বাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি
পদের নাম ও শিক্ষাগত যােগ্যতা
১। শিক্ষা সাইকোলজী :
মনােবিজ্ঞানে সম্মানসহ স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রী তে সাইকোলজী কমপক্ষে ৩.০০ থাকতে হবে ।
শিক্ষা সিভিল ইঞ্জিনিয়ারিং :
সিজিপিএতে ৩.০০ সহ বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রী ।
প্রশিক্ষণ / কমিশন :
বাংলাদেশ বিমান বাহিনী একাডেমিতে ৬ মাস প্রশিক্ষণ শেষে ‘ ফ্লাইং অফিসার পদবীতে কমিশন প্রদান করা হবে । ইঞ্জিনিয়ারিং পেশায় কমিশনের তারিখ হতে দুই বছর ছয় মাসের প্রবীণতা প্রদান করা হবে ।
অন্যান্য যােগ্যতা
নাগরিকত্ব : বাংলাদেশী পুরুষ / মহিলা নাগরিক । বৈবাহিক অবস্থা : অবিবাহিত / বিবাহিত ।
বয়স : ২১ থেকে ৪০ বছর ( ২৫ জুলাই ২০২১ তারিখে ) , বয়সে হলফনামা গ্রহণযােগ্য নয় । উচ্চতা : পুরুষ প্রার্থী : কমপক্ষে ৬৪ ইঞ্চি । বুকের মাপ কমপক্ষে ৩২ ইঞ্চি । প্রসারণ : ২ ইঞ্চি । মহিলা প্রার্থী : কমপক্ষে ৬২ ইঞ্চি । বুকের মাপ : কমপক্ষে ২৮ ইঞ্চি । প্রসারণ : ২ ইঞ্চি । * ওজন : বয়স ও উচ্চতানুযায়ী । চোখ : ৬/৬ অথবা বিধি অনুসারে ।
0 Comments