Ticker

6/recent/ticker-posts

কৃষি মন্ত্রনালয় নিয়ােগ ২০২১

 

কৃষি মন্ত্রনালয় নিয়ােগ ২০২১


স্মারক নং -১২.০২.০০০০.০০২.১১.২৯১.১২.২০২

তারিখ : ২৮/০২/২০২১

পদের সংখ্যা ১৪ জন


পদের নাম ও বেতন - সংখ্যা - শিক্ষাগত যােগ্যতা ও অভিজ্ঞতা


১। সাঁটলিপিকার - কাম কম্পিউটার অপারেটর । {১১০০০-২৬৫৯০ /-} - ( ০৩ জন )

এইচ.এস.সি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ , কম্পিউটারের উপর প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে । সার্টলিপিতে বাংলা ও ইংরেজী সাঁটলিপিতে যথাক্রমে ৫০ ও ৮০ শব্দ । টাইপের গতি বাংলা ২৫ ও ইংরেজীতে ৩০ শব্দ ।


২। হিসাবরক্ষক । {১০২০০-২৪৬৮০ /-} - ( ০৫ জন )

বাণিজ্য বিভাগে ২ য় শ্রেণির স্নাতক ডিগ্রী বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ । অথবা ২ য় শ্রেণির স্নাতক সম্মানসহ ২ য় শ্রেণির সমমানের বা স্নাতকোত্তর ডিগ্রী ।


৩। সাঁটমুদ্রাক্ষরিক - কাম কম্পিউটার অপারেটর । {১০২০০-২৪৬৮০ /-} - ( ০৩ জন )

এইচ.এস.সি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ । , কম্পিউটারের উপর প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে । সার্টলিপিতে বাংলা ও ইংরেজী সাঁটলিপিতে যথাক্রমে ৪৫ ও ৭০ শব্দ । টাইপের গতি বাংলা ২৫ ও ইংরেজীতে ৩০ শব্দ ।


৪। গাড়িচালক । {৯,৭০০-২৩,৪৯০ /-} - ( ০১ জন )

৮ ম শ্রেণি পাশ । বেধ্য ডাইভিং লাইসেন্সসহ যানবাহন চালনায় পারদশী ।


৫। গাড়িচালক । {৯,৩০০-২২,৪৯০ /-} - ( ০২ জন )

৮ ম শ্রেণি পাশ । বেধ্য ডাইভিং লাইসেন্সসহ যানবাহন চালনায় পারদর্শী ।



যে সকল জেলার প্রার্থীদের আবেদন করতে পারবেন : ১ থেকে ৫ নং পদের জন্য

ঢাকা , গাজীপুর , মুন্সিগঞ্জ , নারায়ণগঞ্জ , নরসিংদী , শরীয়তপুর কিশােরগঞ্জ , ময়মনসিংহ , জামালপুর , চট্টগ্রাম , বান্দরবান , কক্সবাজার , ব্রাক্ষণবাড়িয়া , চাঁপুর , কুমিল্লা , ফেণী , লক্ষীপুর , নােয়াখালি , জয়পুরহাট , পাবনা , নওগাঁ , চাপাইনবাবগঞ্জ , রংপুর , দিনাজপুর , লালমনিরহাট , যশাের , বাগেরহাট , পটুয়াখালি , সিলেট , মৌলভীবাজার সুনামগঞ্জ , হবিগঞ্জ জেলা । তবে এতিম ও প্রতিবন্দী কোটার সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন ।


১। নিম্নবর্ণিত শর্তাবলী আবেদন ফরম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে :

ক. নিয়ােগ বিজ্ঞপ্তিটি www.dam.gov.bd এবং http://dam.teletalk.com.bd/ পাওয়া যাবে ।

খ. ০১/০৩/২০২১ তারিখে প্রার্থীর বয়সসীমা ১৮-৩০ বছর । তবে মুক্তিযােদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে ৩২ বছর ।

গ. চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে ।



কৃষি মন্ত্রনালয় নিয়ােগ ২০২১


Post a Comment

0 Comments