Ticker

6/recent/ticker-posts

তথ্য ও যােগাযােগ প্রযুক্তি বিভাগে নিয়োগ ২০২১

তথ্য ও যােগাযােগ প্রযুক্তি বিভাগে নিয়োগ ২০২১

 

স্মারক নং -৫৬.০২.০০০০.০২৪.১১.০৪১.১৯ ( অংশ -১ ) -৪১০

 তারিখ : ০৮/০৩/২০২১

পদের সংখ্যা ১৭ জন 



পদের নাম ও সংখ্যা - বেতন - শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা 


১।তারিখ : ০৮/০৩/২০২১ উপ - সহকারী প্রকৌশলী (সিভিল) । ( ০৬ জন ) - বেতন :- ১৬০০০-৩৮৬৪০ /- 

৪ বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ( সিভিল ) । প্রকৌশলী ( সিভিল ) আইসিটি জ্ঞান সম্পন্ন এবং কম্পিউটার পরিচালনায় দক্ষ হতে হবে । 


২। উপ - সহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল) । ( ০৬ জন ) - বেতন :- ১৬০০০-৩৮৬৪০ /-

৪ বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং । আইসিটি জ্ঞান সম্পন্ন এবং কম্পিউটার পরিচালনায় দক্ষ হতে হবে । 


৩। সহকারী হিসাব রক্ষণ কর্মকর্তা । ( ০১ জন ) - বেতন :- ১৬০০০-৩৮৬৪০ /-

দ্বিতীয় বিভাগে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রী কম্পিউটার পরিচালনায় দক্ষ হতে হবে ।


৪। গাড়িচালক । (০৪ জন ) - বেতন :- ৯,৩০০-২২,৪৯০ /- 

৮ম শ্রেণি পাশ । বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ যানবাহন চালনায় ৫ বছরের অভিজ্ঞতা ।

 



 শতাবলী

১। ০১ / ০৪ / ২০২১ তারিখে প্রার্থীর বয়স সর্বনিম্ন ৩৫ বছর হতে হবে । 

(ক) পরীক্ষায় অংশ গ্রহনে ইচ্ছুক প্রার্থী http : /erecruitment.bcc.gov.bd ওয়েবসাইড আবেদনপত্র পূরণ করতে পারবেন । 

i ) On line- আবেদনপত্র পূরণ ফি জমাদান শুরুর তারিখ ১১/০৩/২০২১ 

ii ) On line- আবেদনপত্র পূরণ ফি জমাদান শেষ তারিখ ০১/০৪/২০২১ 

(খ) অনলাইনে আবেদনের জন্য http : /erecruitment.bcc.gov.bd ওয়েবসাইড প্রবেশ করে রেজিস্টেশন করতে হবে । 

(গ) Online আবেদনপত্রে প্রার্থী তার রঙ্গিন ছবি ( দৈর্ঘ্য ৩০০ প্রস্থ ৩০০ ) Pixel ও স্বাক্ষর ( দৈর্ঘ্য ৩০০ প্রস্থ ৮০ Pixel ) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন । ছবির সাইজ সর্বোচ্চ ১০০ কেবি ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ৬০ কেবি হতে হবে । 

২। আবেদন কারীকে ১১২ / - টাকা নগদ অথবা ডাচ বাংলা মোবাইল ব্যাংক এর মাধ্যমে ও বিকাশ এর মাধ্যমে জমা দিতে পারবে । 



তথ্য ও যােগাযােগ প্রযুক্তি বিভাগে নিয়োগ ২০২১

Post a Comment

0 Comments