বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন
পদের সংখ্যা ১০৪ জন
তারিখ : ১১/০৩/২০২১
স্মারক নং -৩৫.০৪.০০০০.০১১.৫৬১.২১ / ৪৪৩
পদের নাম ও সংখ্যা - বেতন - শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
১। বাস / ট্রাক চালক ( অপারেটর ) , (১০৪) - {৯৩০০-২২৪৯০ /-}
৮ম শ্রেণি পাশ । বৈধ্য ড্রাইভিং লাইসেন্স সহ গাড়ি চালনায় ২ বছরের অভিজ্ঞতা ।
শর্তাবলী :
১। আবেদন পত্র আগামী ১১/০৪/২০২১ তারিখের মধ্যে সরাসরি / ডাক / কুরিয়ারের চেয়ারম্যান , বিআরটিসি , পরিবহন ভবন , ২১ রাজউক এভিনিউ , ঢাকা -১০০০ বরাতের পৌঁছাতে হবে ।
২। চেয়ারম্যান , বিআরটিসি , পরিবহন ভবন , ২১ রাজউক এভিনিউ , ঢাকা ১০০০ বরাতের ১৫০ / - টাকার ব্যাংক ড্রাফট আবেদন পত্রের সাথে সংযডুক্ত করতে হবে ।
৩। আবেদনপত্রের সাথে নিমােক্ত কাগজপত্র সংযুক্ত করতে হবে ।
(ক) সদ তোলা ৩ কপি ছবি সত্যায়িত ।
(খ) জাতীয় পরিচয় পত্র
(গ) শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ পত্রের সত্যায়িত ফটোকপি ।
(ঘ) ড্রাইভিং লাইসেন্সের ২ কপি ফটোকপি ।
(ঙ) খামের উপর পদের নাম উলে - খ্য করতে হবে ।
যে সকল জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়ােজন নেই :
ফরিদপুর , গোপালগঞ্জ , মাদারীপুর , মানিকগঞ্জ , রাজবাড়ী , শরীয়তপুর , টাঙ্গাইল , নেত্রকোনা , চাঁদপুর , লক্ষীপুর , বাগেরহাট , মাগুরা , নড়াইল , বরিশাল , ভোলা , ঝালকাঠি , পটুয়াখালী , ও পিরোজপুর ।
জেনারেল ম্যানেজার , বিআরটিসি , সদস্য সচিব ও নিয়োগ ও পদোন্নতি কমিটি
0 Comments