স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি
স্মারক নং - স্বা : শি : অধি : / প্রশা : / নিয়ােগ / ২০২০ / ১৬৪
তারিখ : ২৫/০২/২০২১
পদের সংখ্যা ৫৮ জন
পদের নাম ও বেতন - সংখ্যা - শিক্ষাগত যােগ্যতা ও অভিজ্ঞতা
১। স্টেনােগ্রাফার কাম কম্পিউটার অপারেটর। {১১০০০-২৬৫৯০ /-} - ( ১০ জন )
স্নািতক ডিগ্র বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ । কম্পিউটারের উপর প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে । বাংলা ও ইংরেজী সাঁটলিপিতে যথাক্রমে ৫০ ও ৮০ শব্দ । টাইপের গতি বাংলা ২৫ ও ইংরেজীতে ৩০ শব্দ ।
২। কপিউটার অপারেটর । {১১০০০-২৬৫৯০ /-} - ( ২ জন )
বিজ্ঞান বিভাগে স্নাতক ডিগ্রীসহ । টাইপের গতি বাংলা ২৫ ও ইংরেজীতে ৩০ শব্দ । সংশ্লিষ্ট ক্ষেত্রে স্টান্ডার্ড এ্যাপটিটুট টেস্ট উত্তীণ ।
৩। সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর । {১০,২০০-২৪,৬৮০ /-} - ( ৪ জন )
স্নাতক ঘি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ । কম্পিউটারের , উপর প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে । বাংলা ও ইংরেজী সাঁটলিপিতে যথাক্রমে ৪৫ ও ৭০ শব্দ । টাইপের গতি বাংলা ২৫ ও ইংরেজীতে ৩০ শব্দ ।
৪। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক । {৯,৩০০-২২,৪৯০ /-} - ( ৪ জন )
এইচ.এস.সি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ , কম্পিউটার ব্যবহার দক্ষতা । টাইপিংয়ে বাংলায় ২০ ও ইংরেজিতে ২০ শব্দ ।
৫। ডাটা এন্টি কন্টোল অপারেটর । {৯,৩০০-২২,৪৯০ /-} - ( ১ জন )
এইচ.এস.সি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ । সংশ্লিষ্ট ক্ষেত্রে স্টান্ডাড এ্যাপটিটুট টেস্টে উৰ্ত্তীণ । টাইপিংয়ে বাংলায় ২০ ও ইংরেজিতে ২০ শব্দ সহ কম্পিউটারে প্রশিক্ষণপ্রাপ্ত ।
৬। ফটোকপি মেশিন অপারেটর । {৮৮০০-২১৩১০ /-} - ( ৩ জন )
এইচ.এস.সি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ । কম্পিউটার ব্যবহার দক্ষতা । ফটোকপি মেশিন চালনায় বাস্তব অভিজ্ঞতা ।
৭। ডেসপাচ রাইডার । {৮৮০০-২১৩১০ /-} - ( ১ জন )
উচ্চ-মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পাশ মােটর সাইকেল চালনায় বিআরটি এ কতৃর্ক বৈধ লাইসেন্স থাকতে হবে । কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে ।
৮। অফিস সহায়ক । {৮,২৫০-২০,০১০ /-} - (৩৩ জন )
মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান সার্টিফিকেট ।
১। নিম্নবর্ণিত শর্তাবলী আবেদন ফরম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে :
ক. নিয়োগ বিজ্ঞপ্তিটি www.dgmeded.gov.bd এবং http://dgmeded.teletalk.com.bd/ পাওয়া যাবে ।
খ. ০১/০৩/২০২১ তারিখে প্রার্থীর বয়সসীমা ১৮-৩০ বছর । তবে মুক্তিযােদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে ৩২ বছর ।
গ. চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে ।
ঘ. মৌখিক পরীক্ষার সময় জাতীয় পরিচয়পত্রসহ সকল সনদপত্রের মূল কপি প্রদর্শন করেত হবে এবং পূরণকৃত Application Form সহ সত্যায়িত একসেট ফটোকপি দাখিল করতে হবে । এছাড়া জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণ হিসেবে ইউনিয়ন পরিষদ কর্তৃক প্রদত্ত সদন , জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং আবেদনকারী মুক্তিযােদ্ধার পুত্র - কন্যা হলে আবেদনকারী মুক্তিযােদ্ধার পুত্র - কন্যার পুত্র - কন্যা এ মর্মে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত সনদের সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে । আবেদনকারীকে তার সর্বশেষ অর্জিত শিক্ষাগত যােগ্যতার বিষয়টিও উল্লেখ করতে হবে ।
0 Comments