বাংলাদেশ শিশু স্বাস্থ্য ইনস্টিটিউট
পদের সংখ্যা ০৪ জন
তারিখ : ১৪/০৩/২০২১
স্মারক নং - বাশিম্বাই / ২০২১ / ২০৭
পদের নাম, বেতন,সংখ্যা, শিক্ষাগত যােগ্যতা ও অভিজ্ঞতা ।
১। প্রশাসনিক কর্মকর্তা (০১ জন) (১৬০০০-৩৮৬৪০ /-)
৩ বছরের অভিজ্ঞতাসহ স্নাতকোত্তর ডিগ্রী কম্পিউটারে যথেস্ট পারদর্শী হতে হবে ।
২। সহকারী প্রশাসনিক কর্মকর্তা (০১ জন) (১২৫০০-৩০২৩০ /-)
৩। কোর্স সুপারভাইজার (০১ জন) (১২৫০০-৩০২৩০ /-)
১ বছরের অভিজ্ঞতাসহ স্নাতক / স্নাতকোত্তর ডিগ্রী । কম্পিউটারে যথেস্ট পারদর্শী হতে হবে। কোর্স ০১ ১ বছরের অভিজ্ঞতাসহ স্নাতক / স্নাতকোত্তর স , ডিগ্রী । কম্পিউটারে যথেস্ট পারদর্শী হতে হবে ।
৪। অফিস সহায়ক (০১ জন) (৮২৫০-২০০১০ /-)
মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাশ ।
শর্তাবলী :
১। আগ্রহী প্রার্থীদের ১ কপি জীবনবৃত্তান্ত শিক্ষাগতযােগ্যতা , কম্পিউটার বিষয়ক অভিজ্ঞতার সনদ জাতীয় পরিচয় পত্রের ছায়ালিপি এবং সদ্য তােলা ৩ কপি ছবি সহ দরখাস্ত আগামী ২৮/০৩/২০২১ তারিখের মধ্যে ডাক / কুরিয়ারের মাধ্যমে একাডেমিক পরিচালক , রুম নং ৪৪৩ , ৪ র্থ তলা , বাংলাদেশ শিশু স্বাস্থ্য ইনস্টিটিউট , ঢাকা শিশু হাতপাতাল , ঢাকা বরাবরে পৌচ্ছাতে হবে ।
২। আবেদনপত্রের সাথে বাংলাদেশ শিশু স্বাস্থ্য ইনস্টিটিউট এর অনুকুলে ১-৩ নং এর জন্য ১০০০ / - টাকা ও ৪ নং এর জন্য ৫০০ / - টাকা পে অর্ডার / ব্যাংক ড্রাফট জমা দিতে হবে ।
৩। বাংলাদেশ শিশু স্বাস্থ্য ইনস্টিটিউট এর ওয়েবসাইড www.bich.gov.bd হতে আবেদন পত্র ডউিনলােড পূর্বক পূরণ করে জমা দিতে হবে । খামের উপর পদের নাম লিখতে হবে ।
৪। ১-৩ পরে বয়স ৩৫ বছর ও ৪ নং পদের বয়স ৩০ বছর । অধ্যাপক ফরিদ আহমেদ , একাডেমিক পরিচালক , বাংলাদেশ শিশু স্বাস্থ্য ইনস্টিটিউট।
0 Comments