Ticker

6/recent/ticker-posts

বরগুনা জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১

বরগুনা জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১



 বরগুনা জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১: বরগুনা জেলা প্রশাসকের কার্যালয় সম্প্রতি ৬টি ক্যাটাগরিতে মোট  ১৬ টি পদে লোকবল নিয়োগ দেয়ার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। উক্ত বিজ্ঞপ্তি বিস্তারিত বিবরণ নিম্নে দেওয়া হলো: বরগুনা জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১—-


জনপ্রশাসন মন্ত্রণালয়ের ০৩ ফেব্রুয়ারি ২০২১ তারিখের ০৫.০০.০০০০.১৬৬.১১.০০৫.১৬-৪৩ নম্বর স্মারকের ছাড়পত্রের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসক, বরগুনা-এর কার্যালয়ে নিম্নবর্ণিত ৪র্থ শ্রেণির শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে লােক নিয়ােগের নিমিত্ত বরগুনা জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হতে নিম্নোক্ত শর্তসাপেক্ষে নির্ধারিত ফরমে আবেদন আহবান করা যাচ্ছে।


ক্রমিক | পদের নাম, পদের সংখ্যা | বেতন স্কেল (জাতীয় বেতন স্কেল-২০১৫), শিক্ষাগত যােগ্যতা 


০১ | অফিস সহায়ক 

১০ (দশ) টি 

৮২৫০-২০০২০/- 

ক) কোন স্বীকৃত বাের্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। 


০২ | বেয়ারার

০২ (দুই) টি 

৮২৫০-২০০২০/- 

ক) কোন স্বীকৃত বাের্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। 


৩। বাবুর্চি 

০১ (এক) টি

৮২৫০-২০০২০/- 

ক) কোন স্বীকৃত বাের্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।  খ) রান্নার কাজে অন্যূন ০৫ (পাঁচ) বছরের অভিজ্ঞতা।  


০৪। সহকারী বাবুর্চি 

০১ (এক) টি 

৮২৫০-২০০২০/- 

ক) কোন স্বীকৃত বাের্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।  খ) রান্নার কাজে অন্যূন ০৫ (পাঁচ) বছরের অভিজ্ঞতা।  


৫। মালি

০১ (এক) টি

৮২৫০-২০০২০/- 

ক) কোন স্বীকৃত বাের্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা  সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। 


০৬ | পরিচ্ছন্নতা কর্মী

০১ (এক) টি

৮২৫০-২০০২০/- 

ক) কোন স্বীকৃত বাের্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা  সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।


শর্তাবলী:

Barguna DC Office Job Circular 2021

০১। আগ্রহী প্রার্থীগণকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২৯-১২-২০১৪ খ্রিস্টাব্দ তারিখের ০৫.১১০.০০০০.০০.০০.০৮৯.১৪-০১ নম্বর পরিপত্রে প্রবর্তিত চাকরির আবেদন ফরমে স্পষ্টাক্ষরে স্ব-হস্তে পূরণপূর্বক আবেদন করতে হবে। আবেদন ফরম জনপ্রশাসন মন্ত্রণালয়ের www.mopa.gov.bd ওয়েব সাইটে অথবা জেলা প্রশাসক, বরগুনার ওয়েবসাইট www.barguna.gov.bd অথবা ফ্রন্ট ডেস্ক শাখা হতে সংগ্রহ করা যাবে। আবেদনপত্রের সাথে সম্প্রতি তােলা ৫, ৫ সে:মি: সাইজের ৩ কপি রঙিন ছবি (সত্যায়িত) সংযুক্ত করতে হবে এবং ছবির পিছনে প্রার্থীর নাম স্পষ্ট অক্ষরে লিখতে হবে। 

 ০২। আবেদনপত্র আগামী ৩১.০৩.২০২১ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে জেলা প্রশাসক, বরগুনা বরাবর সরকারি ডাকযােগে  পৌঁছাতে হবে। সরাসরি কোন আবেদন গ্রহণ করা হবে না। অসম্পূর্ণ, ত্রুটিপূর্ণ, স্বাক্ষরবিহীন এবং বিলম্বে প্রাপ্ত আবেদন বাতিল বলে গণ্য হবে। 


০৩। পরীক্ষার ফি বাবদ ৫০.০০ (পঞ্চাশ) টাকা ট্রেজারী চালানের মাধ্যমে সরকারি কোষাগারে/সােনালী ব্যাংক লিঃ এর যে কোন শাখায় কোড নং ১-০৭৪২-০০০১-২০৩১ এ জমা প্রদান পূর্বক চালানের মূল কপি আবেদনপত্রের সাথে দাখিল করতে হবে।


০৪। প্রার্থীর বয়স ৩১.০৩.২০২১ খ্রিস্টাব্দ তারিখে ১৮ হতে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযােদ্ধা/বীর শহীদ মুক্তিযােদ্ধাদের সন্তান, সন্তানের সন্তান, শারীরিক প্রতিবন্ধী প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর পর্যন্ত শিথিলযােগ্য। বয়সের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযােগ্য হবে না। 


০৫। খামের উপর স্পষ্টাক্ষরে প্রার্থীকে পদের নাম ও কোটার নাম (যদি থাকে) উল্লেখ করতে হবে। 


০৬। প্রার্থী কোন সরকারি/আধা-সরকারি/স্বায়ত্বশাসিত/অনুমােদিত বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত থাকলে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। এক্ষেত্রে কোন অগ্রিম কপি গ্রহণ করা হবে না। 


০৭। নিয়ােগের ক্ষেত্রে সংশ্লিষ্ট নিয়ােগবিধি এবং সরকার নির্ধারিত কোটা/বিধি-বিধান যথাযথভাবে অনুসরণ করা হবে। 


০৮। কর্তৃপক্ষ কর্তৃক নির্দেশিত স্থানে লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এবং এ ক্ষেত্রে কোন প্রকার যাতায়াতখােরাকী ভাতা প্রদান করা হবে না। 


০৯। কোন তথ্য গােপন করলে কিংবা তথ্যের স্বপক্ষে উপযুক্ত কর্তৃপক্ষের প্রত্যয়নপত্র দাখিলে ব্যর্থ হলে কিংবা কোন তদবিরের আশ্রয় নিলে তা প্রার্থীর অযােগ্যতা বলে বিবেচিত হবে। 


১০। কর্তৃপক্ষ প্রয়ােজনবােধে যে কোন শর্ত সংযােজন/পরিবর্তন করতে পারবেন। 


১১। চূড়ান্তভাবে বাছাইকৃত প্রার্থীর পুলিশ ভেরিফিকেশনে এবং স্বাস্থ্য পরীক্ষায় কোন প্রকার বিরূপ তথ্য পাওয়া গেলে তিনি নিয়ােগ লাভে অযােগ্য বলে বিবেচিত হবেন। 


১২। কর্তৃপক্ষ কোন কারণ দর্শানাে ব্যতিরেকে এ নিয়ােগ কার্যক্রম স্থগিত করণ, সময় পরিবর্তন/বাতিলের ক্ষমতা সংরক্ষণ করেন। 


১৩। প্রার্থীর নাম, ঠিকানা উল্লেখপূর্বক ১০,০০ (দশ) টাকা মূল্যমানের অব্যবহৃত ডাক টিকিটযুক্ত ১১ x ২৪ সে: মি: সাইজের একটি ফেরত খাম আবেদনের সাথে সংযুক্ত করতে হবে। 


১৪। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণকে মৌখিক পরীক্ষার সময় আবেদন ফরমে উল্লিখিত সকল তথ্যের সমর্থনে মূল সনদপত্রমূহ নির্বাচনী বাের্ডে দাখিল করতে হবে। 

১৫। আবেদন ফরমের সকল কলাম যথাযথভাবে পূরণ করতে হবে (প্রযােজ্য ক্ষেত্রে)।


বরগুনা জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১


Post a Comment

0 Comments