রবীন্দ্র বিশ্ববিদ্যালয়
তারিখ : ২১.০৩.২০২১
স্মারক : রবিবা / প্রশা / নিয়ােগ / ৪২৩ / ২০২১ / ৭২
# পদের নাম , বেতন, পদ সংখ্যা, ও শিক্ষাগত যােগ্যতা
১. সহকারী অধ্যাপক রবীন্দ্র অধ্যয়ন বিভাগ (১ জন) (৩৫৫০০-৬৭০১০ /-)
বাংলা / সংগীত / নাট্যকলা / ভাষাবিজ্ঞান বিষয়ে ৪ বছর মেয়াদি স্নাতক ( সম্মান ) ডিগ্রিসহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে । এসএসসি / সমমান এবং এইচএসসি / সমমান পরীক্ষায় জিপিএ ৫.০০ এর মধ্যে জিপিএ ৪.২৫ থাকতে হবে । স্নাতক ( সম্মান ) ও স্নাতকোত্তর পরীক্ষায় সিজিপিএ ৪.০০ এর মধ্যে একটিতে সিজিপিএ ৩.৫০ এবং অন্যটিতে সিজিপিএ ৩.৪৫ থাকতে হবে । সনাতন পদ্ধতির পরীক্ষার ক্ষেত্রে প্রার্থীদের এসএসসি থেকে স্নাতকোত্তর পরীক্ষায় অন্তত তিনটি প্রথম বিভাগ / শ্রেণি থাকতে হবে । পিএইচডি ডিগ্রিপ্রাপ্ত প্রার্থীদের ক্ষেত্রে প্রভাষক হিসেবে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ১ বছরের সক্রিয় শিক্ষকতার অভিজ্ঞতা / স্বীকৃত গবেষণা প্রতিষ্ঠানে প্রথম শ্রেণির কর্মকর্তা পদে ৫ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে ।
২. সহকারী অধ্যাপক সাংস্কৃতিক ঐতিহ্য ও বাংলাদেশ অধ্যয়ন (১ জন) (৩৫৫০০-৬৭০১০ /-)
বাংলা / সংগীত / নাট্যকলা / ফোকলারে / জন ইতিহাস / নৃতত্ত্ব / প্রত্নতত্ত্ব বিষয়ে ৪ ( চার ) বছর মেয়াদি স্নাতক ( সম্মান ) বিভাগ ডিগ্রিসহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে । এসএসসি / সমমান এবং এইচএসসি / সমমান পরীক্ষায় জিপিএ ৫.০০ এর মধ্যে জিপিএ ৪.২৫ থাকতে হবে । স্নাতক ( সম্মান ) ও স্নাতকোত্তর পরীক্ষায় সিজিপিএ ৪.০০ এর মধ্যে একটিতে সিজিপিএ ৩.৫০ এবং অন্যটিতে জিপিএ ৩.৪৫ থাকতে হবে । সনাতন পদ্ধতির পরীক্ষার ক্ষেত্রে প্রার্থীদের এসএসসি থেকে স্নাতকোত্তর পরীক্ষায় অন্তত তিনটি প্রথম বিভাগ / শ্রেণি থাকতে হবে । স্নাতকোত্তর / সমমানের ডিগ্রিপ্রাপ্ত প্রার্থীদের ক্ষেত্রে প্রভাষক হিসেবে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ৩ বছরের সক্রিয়ুশিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে । এমফিল / সমমানের ডিগ্রিপ্রাপ্ত প্রার্থীদের ক্ষেত্রে প্রভাষক হিসেবে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ২ বছরের সক্রিয় শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে । স্বীকৃত কোনাে জার্নালে ( পিয়ার রিভিউড জার্নাল ) ৩ ( তিন ) টি প্রকাশনা থাকতে হবে যার মধ্যে First Author হিসেবে ১ ( এক ) টি প্রকাশনা থাকতে হবে ।
৩. সহকারী অধ্যাপক অর্থনীতি বিভাগ (১ জন) (৩৫৫০০-৬৭০১০ /-)
সংশ্লিষ্ট বিষয়ে ৪ ( চার ) বছর মেয়াদি জন স্নাতক ( সম্মান ) ডিগ্রিসহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে । এসএসসি / সমমান এবং এইচএসসি / সমমান পরীক্ষায় জিপিএ’র যােগফল ৭.৫০ , তবে কোনাে পরীক্ষাতেই ৩.০০ ( ৫.০০ স্কেলে ) -এর নিচে নয় । স্নাতক ( সম্মান ) ও স্নাতকোত্তর উভয় পরীক্ষায় সিজিপিএ ৪.০০ এর মধ্যে সিজিপিএ ৩.৫০ থাকতে হবে । স্বীকৃত কোনাে জার্নালে ( পিয়ার রিভিউড জার্নাল ) First Author হিসেবে ১ টি প্রকাশনা থাকতে হবে ।
৪. উপপরিচালক পরিকল্পনা ও উন্নয়ন দপ্তর (১ জন) (৪৩০০০-৬৯৮৫০ /-)
২ য় শ্রেণি / সমমানের সিজিপিএসহ স্নাতকোত্তর ডিগ্রি অথবা বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে । শিক্ষা জীবনে ১ টি প্রথম বিভাগ / শ্রেণি / সমমানের জিপিএ / সিজিপিএ থাকতে হবে । প্রথম শ্রেণির কর্মকর্তা পর্যায়ের চাকরিতে ১০ ( দশ ) বছরের বাস্তব কাজের অভিজ্ঞতা থাকতে হবে ।
৫. ড্রাইভার (১ জন) (৯৩০০-২২৪৯০ /-)
অষ্টম শ্রেণি পাস । প্রার্থীকে হালকা যান চালানাের বৈধ লাইসেন্সধারী এবং বিআরটিএ কর্তৃক লাইসেন্সের সত্যায়িত অনুলিপি আবেদনপত্রের সাথে জমা দিতে হবে । বয়স ৩০ বছর ।
0 Comments