মানব সম্পদ বিভাগ
নং , পদের নাম , বেতন, ও শিক্ষাগত যােগ্যতা
১. প্রােডাকশন ইন - চার্জ ( প্রােডাকশন )
ব্যাচেলর / মাস্টার্স ইন ফুড টেকনােলজি / কেমিষ্ট্রি বায়ােকেমিষ্ট্রি । ৫ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে ।
২. এসিস্ট্যান্ট ম্যানেজার / সিনিয়র অফিসার /জুনিয়র অফিসার ( কিউ.সিএবংকিউ.এ )
ব্যাচেলর / মাস্টার্স ইন ফুড টেকনালেজি / কেমিষ্ট্রি বায়ােকেমিস্ট্রি যে কোন কনফেকশনারী / শুস্ক খাদ্যপণ্য উৎপাদন কারখানায় বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে ।
৩. ক ) মেইনটেন্যান্স ইন - চার্জ ( মেকানিক্যাল / ইলেক্ট্রিক্যাল )
( ক জন্য ) বিএসসি ইন
খ ) সাব এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার / ফর মেন মেকানিক্যাল / ইলেক্ট্রোমেকানিক্যাল ।
( খ এর জন্য ) ডিপ্লোমা / ভােকেশনাল
ইন মেকানিক্যাল / ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং )
গ ) টেকনিশিয়ান( মেকানিক্যাল / ইলেক্ট্রিক্যাল ) ইন মেকানিক্যাল / ইলেক্ট্রিক্যাল
সেকশনঃ মেইনটেন্যান্স ও ইঞ্জিনিয়ারিং ।
( গ এর জন্য ) ভােকেশনাল অথবা ট্রেড কোর্স সম্পন্ন । ইউটিলিটি বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
৪. অপারেটর / সহকারী অপারেটর ।
( ওভেন , মিক্সিং , প্যাকিং , ক্রীম ডােজিং স্ট্যাকিং )
সেকশনঃ বিস্কুট , কেক , মাফিন , কনফেকশনারী / শুস্ক খাদ্যপণ্য চিপস , ডেইরী মিল্ক , চানাচুর , ডাল ভাজা ,ভাজা , লাচ্ছা সেমাই , আইস ললি , ড্রিঙ্কস , জুস , পাউডার ড্রিঙ্কস থাকতে হবে ।
এস.এস.সি / ভাকেশনাল / ট্রেড কোর্স সম্পন্ন ।
যেকোনো কনফেকশনারী শুকনো খাদ্য পণ্য উৎপাদন কারখানায় তিন থেকে চার বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
বেতনঃ আকর্ষণীয় বেতন এবং কোম্পানীর নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযাগে - সুবিধা প্রাপ্য । আগ্রহী প্রার্থীদেরকে সম্পূর্ণ জীবন - বৃত্তান্ত , শিক্ষাগত যােগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্রের কপি , জাতীয় পরিচয় পত্রের কপি এবং সদ্য পাসপাের্ট সাইজের রঙিন ছবি সহ নিম্নোক্ত ঠিকানায় আগামি ২৫ এপ্রিল , ২০২১ ইং তারিখের মধ্যে প্রেরণ করার জন্য অনুরাধে করা হলাে । বরাবর , প্রধান মানব সম্পদ কর্মকর্তা মানব সম্পদ বিভাগ টি.কে ভবন , ৪ থ তলা , ১৩ কাওরান বাজার , ঢাকা -১২১৫ । অথবা ই - মেইলঃ 2021hrcareer@gmail.com
বিঃদ্রঃ আবেদনের সময় অবশ্যই খামের উপর বা ইমেইলে পদের নাম উল্লেখ্য করতে হবে ।
0 Comments