স্মারক নং-৯৮৩(৫০)/ই
তারিখঃ ২২ এপ্রিল ২০২১
নং, পদের নাম, বেতন শিক্ষাগত যোগ্যতাও পদ সংখ্যা
১. বাবুর্চি ৮২৫০-২০০১০/-(২জন)
৮ম শ্রেণি উত্তীর্ণ এবং শারীরিক
জন যােগ্যতা থাকতে হবে।
২. পরিচ্ছন্নতাকর্মী৮২৫০-২০০১০/-(২জন)
৮ম শ্রেণি উত্তীর্ণ এবং শারীরিক
জন যােগ্যতা থাকতে হবে।
প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক ও ঠাকুরগাঁও জেলার স্থায়ী বাসিন্দা
হতে হরে। একজন প্রার্থী একটির যেশি আবেদন করতে পারবেন না নির্ধারিত
আবেদন ফরমটি ঠাকুরগাঁও জেলা পুলিশের ওয়েবসাইট
(www.thakurgaon.police.gov.bd)
কার্যালয়, ঠাকুরগাঁও এর নোটিশ বোর্ড পাওয়া যাবে। নির্ধারিত আবেদন
ফরমের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় তথ্য প্রদান করতে হবে। নির্ধারিত
আবেদন ফরমটি কম্পিউটার কম্পোজ বা স্বহস্তে পূরণ করে আবেদন
ফরমের নির্ধারিত স্থানে তারিখসহ প্রার্থীকে স্বাক্ষর প্রদান করতে হবে।
বিবাহিত মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্বামীর স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে
।আবেদনপত্রের সাথে নিম্ন বর্ণিত কাগজপত্র সংযুক্ত করতে হবে প্রথম
শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সদ্য তোলা ০৩ (তিন) কপি
৫x৫ সেঃ মিঃ আকারের ছবি। প্রথা কে ১-২২১১-০০০০-২০৩১-নম্বর
কোডে ট্রেজারি চালানের মাধ্যমে ১००/- (একশত) টাকা জমা দিয়ে চালানের
মূল কপি আবেদনের সাথে দাখিল করতে হবে। নির্ভুল ঠিকানায়
প্রবেশপত্র ইস্যুর স্বার্থে দরখাস্তের সাথে নিজের নাম ও ঠিকানা সম্বলিত ১৫/-
(পনের) টাকার ডাকটিকিট লাগানা একটি ১০.৫x৪.৫° সাইজের
ফেরৎ খাম প্রদান করতে হবে। মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত কাগজপত্রাদি
মূলকপি উপস্থাপন করতে হবে।
0 Comments