Ticker

6/recent/ticker-posts

পরিকল্পনা কমিশনে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১

পরিকল্পনা কমিশনে  নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১

 পরিকল্পনা কমিশনে চাকরি

স্মারক নং ২০,০৬,০০০০,০০২.১৪.০২৪

(অংশ-১),১৮-১০৩

তারিখঃ ০৪/০৪/২০২১

 পদের নাম, বেতন পদ সংখ্যা ও শিক্ষাগত যোগ্যতা


১. সিস্টেম এনালিস্ট ৬৬,০০০/ (১ জন)

কোন বিষয়ে মাস্টার্স ডিগ্রী অথবা ইঞ্জিনিয়ারিং

এবং/অথবা কম্পিউটার সায়েন্সে সিএসই/বিএসসি ডিগ্রি। সহকারী সিস্টেম এনালিস্ট, প্রোগ্রামার ইত্যাদি পদে ৫ বৎসরের অভিজ্ঞতা


২. সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী 

৩৫,৬০০/- (১ জন)

কম্পিউটার সাইন্স ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রিক্যাল

অথবা ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং-এ বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রী।



৩ ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর

 ১৮,৩০০/-(১জন)

উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচ.এস.সি)

বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে

কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত।


৪ অফিস সহকারী কাম কম্পিউটার

অপারেটর ১৭,০৪৫/-(১ জন)

উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচ.এস.সি) বা

সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। মুদ্রাক্ষরিক

জন বাংলা ২০ শব্দের গতি এবং ইংরেজি ২০ শব্দের গতি এবং কম্পিউটার চালনায় দক্ষতা।



জনপ্রশাসন মন্ত্রণালয় (www.mopa.gov.bd) কর্তৃক প্রণীত ফরমেA4 সাইজ কাগজে পূরণপূর্বক স্বাক্ষরসহ প্রকল্প পরিচালক, 'কার্যক্রম

বিভাগে একটি নতুন ডিজিটাল ডাটাবেজ সিস্টেম স্থাপনের মাধ্যমে উন্নয়ন বাজেট ব্যবস্থাপনা পদ্ধতি শক্তিশালীকরণ (এসডিবিএম) প্রকল্প, ব্লক-২,

কক্ষ নং-১৩, পরিকল্পনা কমিশন, শেরে-বাংলা নগর, ঢাকা-১২০৭ বরাবর আবেদন করতে হবে। আবেদনপত্র আগামী ২৯/০৪/২০২১ তারিখের

মধ্যে অফিস চলাকালীন সময়ে প্রকল্পে পরিচালক, কার্যক্রম বিভাগে একটি

নতুন ডিজিটাল ডাটাবেজ সিস্টেম স্থাপনের মাধ্যমে উন্নয়ন বাজেট ব্যবস্থাপনা পদ্ধতি শক্তিশালীকরণ (এসডিবিএম) প্রকল্প, ব্লক-২, কক্ষ নং-১৩, পরিকল্পনা কমিশন, শেরে-বাংলা নগর, ঢাকা-১২০৭ এর বরাবর

ডাকযোগে/কুরিয়ার সার্ভিসের অথবা সরাসরি পৌঁছাতে হবে। আবেদনপত্রের

সাথে "কার্যক্রম বিভাগে একটি নতুন ডিজিটাল ডাটাবেজ সিস্টেম স্থাপনের

মাধ্যমে উন্নয়ন বাজেট ব্যবস্থাপনা পদ্ধতি শক্তিশালীকরণ"


পরিকল্পনা কমিশনে  নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১

Post a Comment

0 Comments