সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ
পদের নাম, বেতন পদ সংখ্যা ও শিক্ষাগত যোগ্যতা।
১. প্রভাষক-ইংরেজি
২২,০০০-৫৩,০৬০ (১জন)
সংশ্লিষ্ট বিষয়ে সম্মান সহ স্নাতকোত্তর।
২. সহকারি শিক্ষক: বাংলা-১টি রসায়ন (ইংরেজি
ভার্সনের জন্য)-১টি ইসলাম ধর্ম ও নৈতিক শিক্ষা
(ইংরেজি ভার্সনের জন্য)-১টি বি.এড.ছাড়া- (১২.৫০০-৩০,২৩০)
বি.এড.সহ (১৬,০০০-৩৮,৬৪০) (১জন)
সংশ্লিষ্ট বিষয়ে সম্মান সহ স্নাতকোত্তর/
কামেল।
৩. নার্স (মহিলা) ১৬,০০০-৩৮,৬৪০ (১জন)
নার্সিং এ ডিপ্লোমা।
৪. প্রধান করণিক
১১,৩০০-২৭,৩০০(১ জন)
এইচএসসি,কম্পিউটার
ব্যবহারে এবং সংশ্লিষ্ট কাজে দক্ষ।
৫. ড্রাইভার ৯,৭০০-
২৩,৪৯০ (২জন)
এসএসসি, বৈধ লাইসেন্সধারী
(হেভি) ও অভিজ্ঞ
৬. ইলেকট্রিশিয়ান
৮,৮০০-২১,৩১০( ১জন)
এস এস সি ইলেকট্রিক্যাল
ডিপ্লোমা।
পাসপোর্ট সাইজের ০২ কপি ছবি, শিক্ষাগত যোগ্যতার সকল সনদের
সত্যায়িত ফটোকপি ও মোবাইল নম্বর সহ আবেদনপত্র অধ্যক্ষ ও সদস্য
সচিব বরাবর ২৯ এপ্রিল ২০২১ তারিখের মধ্যে পৌঁছাতে হবে। ১ ও ২নং
পদের জন্য শিক্ষা জীবনের কোন পরীক্ষায় ৩য় বিভাগ গ্রহণযোগ্য নয়।
অধ্যক্ষ ও সদস্য সচিব, সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ
বরাবর সোনালী ব্যাংক, সাভার ক্যান্টনমেন্ট
0 Comments