কমিউনিটি ক্লিনিক-এ নিয়ােগ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত রেজিনং-সি-১১৯৭৪৯ জাতীয়
প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের অনুদান প্রাপ্ত নথি নং-জাপরউফাঃ-৫৫ ও
স্বাস্থ্য মন্ত্রণালয়েল অনুমােতি প্রাপ্ত নথি
নং-স্বাপঃঅধিঃ/প্রাঃস্বাপ/বেসরকারি
প্রশিক্ষণ-২ এর অধীনে থানা ও ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ে দুস্থ অবহেলিত
স্বল্প আয়ের মানুষের অল্প খরচে উন্নত চিকিৎসা সেবা ও প্রকল্প
বাস্তবায়নের লক্ষ্যে কিছু সংখ্যক পুরুষ/মহিলা নিয়ােগ করা হবে।
পদের নাম, বেতন,পদ সংখ্যা ও শিক্ষাগত যােগ্যতা
১. কমিউনিটি ম্যানেজার
২৮,৩০০/-(১১০জন)
বিএ/ সমমান, নিজ উপজেলার
প্রকল্পের সকল কর্মকর্তাদের কাজের
তদারকি ও প্রতিবেদন তৈরি করা।
২. পরিবার পরিকল্পনা
২৬,১০০/-( ১২৮ জন)
এইচএসসি/ সমমান, নিজ ইউনিয়ন অফিসে
সকল কার্যক্রম পরিচালনা করতে হবে।
৩. ক্লিনিক ম্যানেজার
২৫,২০০/-(১৩৬ জন)
এইচএসসি/এসএসসি, ক্লিনিক পরিচালনা
জন করার দক্ষতা ও মানসিকতা থাকতে হবে
৪. ওয়ার্ড ভিজিটর
১৮,৫০০/-(১৫৮জন)
এসএসসি/অষ্টম শ্রেণী, ওয়ার্ড পর্যায় বৈঠক পরিচালনা করতে হবে।
শর্তাবলী :
আগ্রহী প্রার্থীদের ১ কপি ছবি, পদের নাম ও মোবাইল
নম্বর, জীবন বৃত্তান্তসহ বিজ্ঞপ্তি প্রকাশের ১৪ দিনের মধ্যে দরখাস্ত
ইমেইলে পাঠাতে হবে। প্রশিক্ষণের সময় ২ কপি ছবি, সকল সনদের
মূলকপি প্রদর্শন করতে হবে। সাক্ষাৎকার, প্রশিক্ষণ নিজ উপজেলার
শাখা অফিসে অনুষ্ঠিত হবে এবং কর্মস্থল নিজ এলাকার মধ্যে রাখা
হবে। পরিচালক (স্বাস্থ্য বিভাগ)-কমিউনিটি ক্লিনিক
প্রধান কার্যালয় : বাড়ী-২/৫, ব্লক-ই, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭।
: cclinicbd@gmail.com
0 Comments