বিভাগীয় কমিশনার , রাজশাহী
পদসংখ্যা ০৪ জন
তারিখঃ ২৪/০৫/২০২১ স্মারক নং -০৫.৪৩.০০০০.০০৫.০৩.০২৮.২০.৩৩২
পদের নাম ও পদসংখ্যা - বেতন - যোগ্যতা ও অভিজ্ঞতা
১. সাঁট মুদ্রাক্ষরিক কাম - কম্পিউটার অপারেটর , ( ০১ জন ) - ১০২০০ - ২৪৬৮০/- (গ্রেড -১৪)
স্নাতক বা সমমানের ডিগ্রী ; ওয়ার্ড প্রসেসিং , | স্প্রেডশিটের , প্রেজেন্টেশন ; সাঁটলিপি ইংরেজি ও বাংলায় গতি মিনিটে গতি । | যথাক্রমে ৭০ ও ৪৫ এবং কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং , ডাটা । এন্ট্রি ও - টাইপিং - এ প্রতি মিনিটে বাংলা ও ইংরেজিতে গতি যথাক্রমে ২৫ ও ৩০ শব্দ ।
২. অফিস সহকারী কাম - কম্পিউটার মুদ্রাক্ষরিক , ( ০২ জন ) - ৯৩০০ - ২২৪৯০/- (গ্রেড -১৬)
উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা | সমমানের পরীক্ষায় উত্তীর্ণ । ডাটা এন্ট্রি ও টাইপিংয়ে বাংলা ও ইংরেজিতে গতি । যথাক্রমে ২০ ও ২০ শব্দ ।
৩. অফিস সহায়ক ( গ্রেড - ২০ ) , ( ০১ জন ) - ৮২৫০ - ২০০১০/-
কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ।
শর্তাবলী :
নির্ধারিত আবেদন ফরম এবং প্রবেশপত্র রাজশাহী বিভাগের ওয়েব পোর্টাল www.rajshahidiv.gov.bd- এ এবং বিভাগীয় কমিশনারের কার্যালয় , রাজশাহীর স্থানীয় সরকার শাখায় পাওয়া যাবে । আবেদন ফরমের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় তথ্য প্রদান করতে হবে । প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক ও রাজশাহী বিভাগের স্থায়ী বাসিন্দা হতে হবে । প্রার্থীর বয়সসীমা ০১/০৬/২০২১ খ্রি . তারিখে ১৮-৩০ বছরের মধ্যে হতে হবে । তবে মুক্তিযােদ্ধা / শহীদ মুক্তিযোদ্ধার পুত্র / কন্যা এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য । বিবাহিত মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্বামীর স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে । পরিচালক , স্থানীয় সরকার , রাজশাহী বিভাগ , রাজশাহী , বরাবর আবেদন করতে হবে । খামের উপর মোটা অক্ষরে পদের নাম ও বিশেষ কোটা ( যদি থাকে ) এবং বাম পার্শ্বে আবেদনকারীর পূর্ণ নাম ও ঠিকানা স্পষ্ট অক্ষরে লিখতে হবে । বিভাগীয় / চাকরিরত প্রার্থীকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে নির্ধারিত তারিখ
0 Comments