বরিশাল সিটি কর্পোরেশন
পদ সংখ্যা ০৫ জন
তারিখ- ১৯/০৫/২০২১ , খ্রি : স্মারক নং- বিসিসি / প্রচুঃনিঃনথি -০৫ / ২১-১৬০
পদের নাম - বেতন - যোগ্যতা ও অভিজ্ঞতা
১. সার্ভেয়ার ( বেতন আলোচনা সাপেক্ষ )
ডিপ্লোমা ইন সার্ভে কোর্স সম্পন্ন হতে হবে ; তবে । ।
০৫ শর্ত থাকে যে , ডিজিটাল সার্ভে কাজে অভিজ্ঞতা ।
সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হইবে ।
আবেদনপত্রের সাথে আবশ্যকীয় দাখিলযাগ্যে কাগজপত্র :
১। প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক ইস্যুকৃত মূল
চারিত্রিক সনদপত্র । এছাড়া , সকল শিক্ষাগত যোগ্যতার সনদ ,
অভিজ্ঞতার সনদ ( প্রযোজ্য ক্ষেত্রে ) , জাতীয় পরিচয় পত্রের কপি
এবং সদ্য তালো ০৩ ( তিন ) কপি পাসপোর্ট সাইজের | রঙ্গিন ছবি
ও প্রযজ্য অন্যান্য কাগজপত্র প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা
কর্তৃক সত্যায়িত হতে হবে ।
২। স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান / পৌরসভার মেয়র
/ সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক ইস্যুকৃত নাগরিক সনদপত্র ।
৩। আবেদনকৃত পদের নাম সহ , আবেদনকারীর নাম ( স্পষ্টাক্ষরে )
, পিতার নাম , মাতার নাম , বর্তমান ঠিকানা , স্থায়ী ঠিকানা ,
২০/০৬/২০২১ খ্রি : তারিখে বয়স , নাগরিকত্ব / জাতীয়তা , নিজ জেলা
, শিক্ষাগত যোগ্যতা ( বোর্ড , বিভাগ , সন , | ইত্যাদি উল্লেখসহ ) ,
অভিজ্ঞতা ( প্রযোজ্য ক্ষেত্রে ) ইত্যাদি উল্লেখপূর্বক জীবন বৃত্তান্তসহ
ডাকটিকেট যুক্ত ফেরত খামে আবেদনকারীর পূর্ণ ঠিকানা | সম্বলিত
আবেদনপত্র আগামী ২০/০৬/২০২১ খ্রি: তারিখের মধ্যে মাননীয় ।
মেয়র , বরিশাল সিটি কর্পোরেশন , নগর ভবন , বরিশাল , বরাবর
পাঠাতে হবে ।
৪। আবেদনপত্রের সাথে “ মেয়র , বরিশাল সিটি কর্পোরেশন ” এর
| অনুকূলে ৫০০ / - ( পাঁচশত ) টাকা , টাকা মূল্যমানের অফেরৎযোগ্য
পে অর্ডার / ব্যাংক ড্রাফট সংযুক্ত পূর্বক উহার নম্বর আবেদন পত্রে
উল্লেখ করতে হবে ( কোন পোস্টাল অর্ডার গ্রহণযোগ্য নয় ) ।
৫। চাকুরীরত প্রার্থীদের স্ব স্ব নিয়াগেকারী কর্তৃপক্ষের মাধ্যমে
আবেদনপত্র প্রেরণ করতে হবে । প্রধান | নির্বাহী কর্মকর্তা ,
বরিশাল সিটি কর্পোরেশন , বরিশাল ।
0 Comments