সেনা কল্যাণ সংস্থায় চাকরি।
পদের নাম সংখ্যা শিক্ষাগত যােগ্যতা
১।কমার্শিয়াল অফিসার
(বিক্রয় বিপণন) (১ জন)
বিবিএ বিকম (যে কোন বিষয়)। ৪-৬ বছর আটা,
ময়দা ও সুজি কনজিউমার এবং বা মার্কেট এ
বিক্রয়ের অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়াও ভূষির
বিক্রয় ব্যাল্ক মার্কেট এবং সাপ্লাই চেইন সম্পর্কে জ্ঞান থাকতে হবে।
২। সিফট মিলার প্রােডাকশন
সুপারভাইজার ( ২জন)
এইচএসসি টিটিসি মেকানিক্যাল ইলেকট্রিক।
ফ্লাওয়ার মিলন এর সংশ্লিষ্ট কাজের ৬-৮ বছরের
অভিজতা থাকতে হবে
৩।ইলেকট্রিশিয়ান (২জন)
এসএসসি টিটিসি ৮ম শ্রেণী, পিএলসি/ বৈদ্যুতিক
২ লাইসেন্স সহ। ৬-৮ বছর পিএলসি অটোমেশন,
ইলেকট্রিশিয়ান জন ৩০০০ কেডিএ সাব-স্টেশন এবং ইলেকট্রিক
কসেম বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
৪।ল্যাব এ্যাসিসটেন্ট (কেমিক্যাল) ( ১জন)
ফুড ডিপ্লোমা অথবা এইচএসসি/ সমমান (বিজ্ঞান বিভাগ)।২-৪
বছর ফ্লাওয়ার মিলের কাঁচামাল ও উৎপাদিত পণ্যের গুণগত মান
নির্ণয় সম্পর্কে জ্ঞান থাকতে হবে
৫।ফিটার সিনিয়র
ফিটার মেকানিক্যাল( ১জন)
এসএসসি/ ৮ম শ্রেণী। ৬-৮ বছর ফ্লাওয়ার মিলের
উৎপাদন, মেশিনারিজ সমূহ রক্ষণা-বেক্ষণ, এয়ার
ক্ু কনভেয়ার, চেইন কনভাের, রােলার সেটি,
কোয়েল সিলিন্ডার সেটিং, সেপারেটর সেটিং ইত্যাদি
মেশিন স্থাপনের জ্ঞান থাকতে হবে।
১। বয়সসীমা : ১৮-৪০ বছর। তবে অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা এবং
শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য। বেতন আলোচনা সাপেক্ষে।
২। আগ্রহী যোগ্য প্রার্থীগণকে সদ্য তোলা ২ কপি পাসপাের্ট সাইজের রঙিন
|-বৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্র এবং জাতীয়
পরিচয়পত্রসহ আবেদনপত্র (খামের উপর পদবি) উল্লেখসহ আগামী
|১৯/৫/২০২১ তারিখ বিকাল ১৭০০ ঘটিকার মধ্যে নিম্নোক্ত ঠিকানায় প্রেরণ
ছবি, জীবন-
করার জন্য অনুরােধ করা যাচ্ছে।
সেনা কল্যাণ সংস্থা, বিজনেস ডিভিশন-৩, এসকেএস টাওয়ার
লেভেল-১০-০৭, ভিআইপি রােড, মহাখালী, ঢাকা-১২০৬।
0 Comments