Ticker

6/recent/ticker-posts

সেনা কল্যাণ সংস্থায় নিয়োগ বিজ্ঞাপ্তি ২০২১

  

সেনা কল্যাণ সংস্থায় নিয়োগ বিজ্ঞাপ্তি ২০২১

সেনা কল্যাণ সংস্থায় চাকরি।

পদের নাম সংখ্যা শিক্ষাগত যােগ্যতা 


১।কমার্শিয়াল অফিসার

 (বিক্রয় বিপণন) (১ জন)


বিবিএ বিকম (যে কোন বিষয়)। ৪-৬ বছর আটা,

ময়দা ও সুজি কনজিউমার এবং বা মার্কেট এ

বিক্রয়ের অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়াও ভূষির

বিক্রয় ব্যাল্ক মার্কেট এবং সাপ্লাই চেইন সম্পর্কে জ্ঞান থাকতে হবে।




২। সিফট মিলার প্রােডাকশন

সুপারভাইজার (  ২জন)

এইচএসসি টিটিসি মেকানিক্যাল ইলেকট্রিক।

ফ্লাওয়ার মিলন এর সংশ্লিষ্ট কাজের ৬-৮ বছরের

অভিজতা থাকতে হবে



৩।ইলেকট্রিশিয়ান (২জন)

এসএসসি টিটিসি ৮ম শ্রেণী, পিএলসি/ বৈদ্যুতিক

২ লাইসেন্স সহ। ৬-৮ বছর পিএলসি অটোমেশন,

ইলেকট্রিশিয়ান জন ৩০০০ কেডিএ সাব-স্টেশন এবং ইলেকট্রিক

কসেম বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।


৪।ল্যাব এ্যাসিসটেন্ট (কেমিক্যাল) ( ১জন)

ফুড ডিপ্লোমা অথবা এইচএসসি/ সমমান (বিজ্ঞান বিভাগ)।২-৪

বছর ফ্লাওয়ার মিলের কাঁচামাল ও উৎপাদিত পণ্যের গুণগত মান

নির্ণয় সম্পর্কে জ্ঞান থাকতে হবে


৫।ফিটার সিনিয়র

ফিটার মেকানিক্যাল( ১জন)

এসএসসি/ ৮ম শ্রেণী। ৬-৮ বছর ফ্লাওয়ার মিলের

উৎপাদন, মেশিনারিজ সমূহ রক্ষণা-বেক্ষণ, এয়ার 

ক্ু কনভেয়ার, চেইন কনভাের, রােলার সেটি,

কোয়েল সিলিন্ডার সেটিং, সেপারেটর সেটিং ইত্যাদি

মেশিন স্থাপনের জ্ঞান থাকতে হবে।



১। বয়সসীমা : ১৮-৪০ বছর। তবে অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা এবং

শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য। বেতন আলোচনা সাপেক্ষে।

২। আগ্রহী যোগ্য প্রার্থীগণকে সদ্য তোলা ২ কপি পাসপাের্ট সাইজের রঙিন

|-বৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্র এবং জাতীয়

পরিচয়পত্রসহ আবেদনপত্র (খামের উপর পদবি) উল্লেখসহ আগামী

|১৯/৫/২০২১ তারিখ বিকাল ১৭০০ ঘটিকার মধ্যে নিম্নোক্ত ঠিকানায় প্রেরণ

ছবি, জীবন-

করার জন্য অনুরােধ করা যাচ্ছে।

সেনা কল্যাণ সংস্থা, বিজনেস ডিভিশন-৩, এসকেএস টাওয়ার

লেভেল-১০-০৭, ভিআইপি রােড, মহাখালী, ঢাকা-১২০৬।


সেনা কল্যাণ সংস্থায় নিয়োগ বিজ্ঞাপ্তি ২০২১


Post a Comment

0 Comments