মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়
পদ সংখ্যা ০৩ জন
তারিখ : ০৩/০৬/২০২১ খ্রি: স্মারক নং : ৩২.০০.০০০০.০৫৬.১১.০০৬.২০-১১৬
পদের নাম ও পদ সংখ্যা - বেতন - যােগ্যতা ও অভিজ্ঞতা
১. প্রােগ্রামার ( গ্রেড -০৬ ) , { ০১ জন } - ৩৫,৫০০ - ৬৭,০১০/-
কম্পিউটার বিজ্ঞান বা সিএসই / আইসিটি সংশ্লিষ্ট
বিষয়ে ২ য় শ্রেণি / সমমানের সিজিপিএসহ ৪ বৎসর মেয়াদি স্নাতক / সমমানের ডিগ্রি । সহকারী নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার , সহকারী প্রােগ্রামার , সহকারী সিস্টেম । এনালিস্ট , সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার ,
সহকারী ডাটাবেইজ ও সহকারী ওয়েবসাইট এ্যাডমিনিস্ট্রেটর পদ বা সংশ্লিষ্ট ক্ষেত্রে ০৫ বৎসরের অভিজ্ঞতা । পাবলিক পরীক্ষায় ৩ য় শ্রেণি / সমমান গ্রহণযােগ্য নয় ।
২. সহকারী ( গ্রেড -৯ ) , { ০১ জন } - ২২,০০০ - ৫৩,০৬০/-
কম্পিউটার বিজ্ঞান বা সিএসই / আইসিটি সংশ্লিষ্ট
বিষয়ে প্রােগ্রামার ২ য় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ
৪ বত্সর মেয়াদি স্নাতক / সমমানের ডিগ্রি । Structured Programming বা Object Oriented Programming Language এ প্রশিক্ষণ এবং দক্ষতা ।
স্ট্যান্ডার্ড এ্যাপটিচ্যুড টেস্টে উত্তীর্ণ । পাবলিক
পরীক্ষায় ৩ য় শ্রেণি গ্রহণযােগ্য নয় ।
৩. তথ্যসেবা ( গ্রেড -১০ ) , { ০১ জন } - ১৬,০০০ - ৩৮,৬৪০/-
স্নাতক বা সমমানের ডিগ্রি পলিটেকনিক ইনস্টিটিউট কর্মকর্তা হতে CSE / ICT সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি । বেসিক আইটিতে ডিপ্লোমা / সার্টিফিকেট থাকতে হবে । মাইক্রোসফট অফিস ,
ইন্টারনেট । ব্রাউজিং দক্ষতা ।
0 Comments