শিক্ষা মন্ত্রণালয়
তারিখ : ২৪/০৬/২০২১ , স্মারক নং - ৩৭.২৪.০০০০.০০১.১১.০০১.১৮-১৫০
পদের নাম ও পদ সংখ্যা - বেতন - যােগ্যতা অভিজ্ঞতা
★ হিসাবরক্ষণ কর্মকর্তা , ( ০১ জন ) - { ১৬০০০ - ৩৮৬৪০/- }
ব্যবসায় প্রশাসন বা বাণিজ্য বিভাগে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রী ২ য় শ্রেণীর স্নাতক ( সম্মান ) ডিগ্রী এবং কোনাে পরীক্ষায় কোনাে ৩ য় শ্রেণী গ্রহণযােগ্য হবে না ; এবং কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত ।
শর্তাবলীঃ
সরকারি / স্বায়ত্তশাসিত / আধা - স্বায়ত্তশাসিত / সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে । কর্মরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে । ( www.pmeat.gov.bd ) পাওয়া যাবে । আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলীঃ পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ । http://pmeat.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন ।
আবেদনের সময়সীমা নিম্নরূপঃ Online- এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়ঃ ২৭ / ০৬ / ২০২১ খ্রিঃ , সকাল ১০ : ০০ টা । Online- এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়ঃ ২৭ / ০৭ / ২০২১ খ্রিঃ , বিকাল ৫ : ০০ টা । উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online- এ আবেদনপত্র Submit- এর সময় থেকে । পরবর্তী ৭২ ঘন্টার মধ্যে এসএমএস - এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন । Online আবেদনপত্রে প্রার্থী তার স্বাক্ষর ( দৈর্ঘ্য ৩০০ x প্রস্থ । ৮০ ) pixel ও রঙ্গিন ছবি ( দৈর্ঘ্য ৩০০ x প্রস্থ ৩০০ ) pixel করে নির্ধারিত স্থানে Upload করবেন । Online আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে , সেহেতু Online- এ আবেদনপত্র।
0 Comments