বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন কতৃপক্ষ
পদ সংখ্যা ০৫ জন
নথি নং-১৮.১১.২৬.০০.০০৮.১১.২২০
.১৭/১২৯৭
তারিখ ঃ ২৮/০৬/২০২১ইং
নং, পদের নাম, বেতন পদ সংখ্যা যােগ্যতা ও
অভিজ্ঞতা
১. সহকারী নৌ-প্রকৌশলী, সহকারী যান্ত্রিক
প্রকৌশলী, জেনারেল ফোরম্যান এবং
ইঞ্জিনিয়ারিং সুপারভাইজার (ডিজেল)
২২,০০০-৫৩,০৬০/- (১জন)
মেকানিক্যাল/মেরিনইঞ্জিনিয়ারিং-এ
জন স্নাতক ডিগ্রী।বয়স: ২১-৩০।
২. সহকারী ত্বড়িৎপ্রকৌশলী (ডেকা
চেইন) ২২,০০০-৫৩,০৬০/-(১জন)
ইলেকট্রোনিক্স/ইলেকট্রিক্যালে বিএসসি(ইঞ্জিঃ)
ডিগ্রী অথবা এ,এম,আই,ই (ইলেকট্রোনিক্স
জন ইলেকট্রিক্যাল); অথবা ফলিত পদার্থ (ইলেক-ট্রোনিক্স) এ স্নাতকোত্তর ডিগ্রী। বয়স: ২১-৩৫
৩. অংকন কর্মকর্তা,উর্ধ্বতন নক্সানবীশ
১৬,০০০-৩৮,৬৪০/-(১জন)
পুর-কৌশলে ডিপ্লোমা প্রকৌশলী, হাইড্রোগ্রাফি
বিভাগে নিয়ােগে টপােগ্রাফিক ম্যাপ চার্ট, এবং
প্লাস্টিং এর কাজে অভিজ্ঞতা। বয়স: ২১-৩০
8. উপ-সহকারী প্রকৌশলী (পুর
কৌশল) এস্টিমেটর(সিভিল)
১৬,০০০-৩৮,৬৪০/-(২জন)
অনুমােদিত প্রতিষ্ঠান হতে পুর-
কৌশলে ডিপ্লোমাধারী প্রকৌশলী
হতে হবে। বয়স: ২১-৩০।
০১/০৭/২০২১ তারিখে প্রার্থীদের বয়স উল্লেখ
করতে হবে। আগ্রহী প্রার্থীদেরকে
www.jobsbiwta.gov.bd এর মাধ্যমে
অনলাইনে আবেদন দাখিলকরতে হবে।
আবেদন করার সময় ফরম পূরনের নিয়ম ও অন্যান্য শর্তাবলীwww.jobsbiwta.gov.bd সাইটে পাওয়া যাবে। অনলাইনে আবেদন করার পর প্রাপ্ত Applied ID টি যথাযথভাবে সংরক্ষণ করতে হবে।
0 Comments