মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তর
পদ সংখ্যা ১১ জন
তাং -১৬ মার্চ ২০২১
স্মারক নং -৩৩.০৬.০০০০.০০৪.২৭.০০১.২১-৩৮০
পদের নাম , বেতন, পদ সংখ্যা ও শিক্ষাগত যােগ্যতা
১. কৃষি তথ্য কেন্দ্র সংগঠক (৩ জন) (১০২০০-২৪৬৮০ /-)
ডিপ্লোমা ইন - লাইভস্টক বা সমমানের ডিগ্রী ; এবং তথ্য প্রযুক্তি ও কম্পিউটার পরিচালনায় । বাস্তব কর্ম অভিজ্ঞতা ।
২. অডিও ভিজুয়াল ইউনিট অপারেটর (৩ জন) (১০২০০-২৪৬৮০ /-)
দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ - তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় জন উত্তীর্ণ ; বৈধ ড্রাইভিং লাইসেন্সপ্রাপ্ত সংশ্লিষ্ট ক্ষেত্রে ০৩ বৎসরের বাস্তব কর্ম অভিজ্ঞতা ;
৩. ক্যামেরাম্যান (১ জন)(১০২০০-২৪৬৮০ /-)
দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ - তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ । ফিল্ম স্টুডিওতে ক্যামেরাম্যান হিসাবে ০২ বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা ।
৪. ক্যাশিয়ার কাম-একাউনট্যান্ট (২ জন) (৯৩০০-২২৪৯০ /-)
ব্যবসা শিক্ষা শাখায় দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ - তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ; সংশ্লিষ্ট ক্ষেত্রে ০২ বৎসরের বাস্তব কর্ম অভিজ্ঞতা ;
৫. অফিস সহকারী - কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
(২ জন) (৯৩০০ ২২৪৯০ /-)
দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ - তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে ওয়ার্ড প্রসেসিং , ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদির গতি যথাঃ বাংলা -২০ শব্দ এবং ইংরেজী -২০ শব্দ
0 Comments