Ticker

6/recent/ticker-posts

ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি নিয়োগ বিজ্ঞাপ্তি ২০২১


ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি নিয়োগ বিজ্ঞাপ্তি ২০২১


 ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি 


স্মারক নং :

৩৯.০৬.২৬৭২.০০১.২২.০০২.২১-১২১০ 

তারিখ : ২০ এপ্রিল ২১


নং , পদের নাম , বেতন, পদ সংখ্যা ও শিক্ষাগত যােগ্যতা। 


১. পােস্ট ডক্টরাল ফেলাে (৬০০০০ /-)

( ১ জন)


জীবপ্রযুক্তি সংশ্লিষ্ট বিষয়ে পিএইচডি ডিগ্রী । স্বীকৃত বাের্ড বা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় নূন্যতম ৩ টি প্রথম বিভাগ / শ্রেণি / সমমান থাকতে হবে এবং কোন পরীক্ষায় তৃতীয় বিভাগ / শ্রেণি গ্রহণযােগ্য নয় । প্রার্থীর পিএইচডি পর্যায়ে স্বীকৃত দেশি বিদেশি জার্নালে First author হিসেবে কমপক্ষে ১ ( এক ) টি বৈজ্ঞানিক নিবন্ধ থাকতে হবে ।


২. পােস্ট গ্রাজুয়েট ফেলাে ২৫০০০ /-

(২ জন)


জীবপ্রযুক্তি এমএস / এমএসসি ডিগ্রীধারী বা জন অধ্যয়নরত অথবা এমফিল অধ্যয়নরত হতে হবে । এমএস / এমএসসি ডিগ্রীধারী এবং এমফিল স্টুডেন্টদের ক্ষেত্রে স্বীকৃত বাের্ড বা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় ৩ টি প্রথম বিভাগ / শ্রেণি / সমমান থাকতে হবে এবং এমএস / এমএসসি । স্টুডেন্টদের ক্ষেত্রে ২ টি প্রথম বিভাগ / শ্রেণি / সমমান থাকতে হবে ।


পােস্ট ডক্টরাল এর ক্ষেত্রে আবেদন জমাদানের শেষ তারিখে প্রার্থীর বয়স অনুর্ধ্ব ৪০ বছর এবং পােস্ট গ্রাজুয়েট ফেলাে এর ক্ষেত্রে প্রার্থীর বয়স অনুর্ধ্ব ৩০ বছর হতে হবে । আবেদনপত্র ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়ােটেকনালেজি এর ওয়েবসাইট ( www.nib.gov.bd ) থেকে সংগ্রহ করা যাবে । আবেদনপত্রের সহিত শিক্ষাগত যােগ্যতার সনদ , মার্কশীট / গ্রেড পয়েন্ট এর সত্যায়িত কপি , সম্প্রতি তােলা ৩ কপি পাসপাের্ট সাইজের ছবি ও মহাপরিচালক , ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়ােটেকনালেজি এর অনুকূলে উত্তরা ব্যাংক , ইপিজেড শাখা , গণকবাড়ী , সাভার , ঢাকা -১৩৪৯ বরাবর উত্তরা ব্যাংকের যে কোন শাখা হইতে পােস্ট ডক্টরাল ফেলােশিপ এর জন্য ১০০০ / - ( এক হাজার ) এবং পােস্ট গ্রাজুয়েট ফেলােশিপ এর জন্য ৫০০ / - ( পাঁচশত ) টাকার ব্যাংক ড্রাফট বা পে অর্ডারসহ পূরণকৃত আবেদনপত্র আগামী ২৫/০৫/২০২১ তারিখের মধ্যে নিম্নস্বাক্ষরকারীর নিকট রেজিস্টার্ড ডাকযােগে বা সরাসরি পৌছাতে হবে । মহাপরিচালক ( অতিরিক্ত দায়িত্ব )।


Post a Comment

0 Comments