বাংলাদেশ নেভাল একাডেমি
আইএসপিআর / নৌ / ২০২১ / ৬২ তারিখ :- ১৮/০৪/২১
পদের নাম ও পদসংখ্যা -বেতন - শিক্ষাগত যোগ্যতা
১। সাব এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ( মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ড্রইং ল্যাব ) , ( ১ জন ) - {২০,০০০/-}
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ০৪ বছর মেয়াদী ডিপ্লোমা ডিগ্রি সহ জন সিজিপিএ ৩.৩০ ( ৪.০০ এর মধ্যে ) থাকতে হবে ।
বয়স : ৩০ মে ২০২১ তারিখে বয়স ৩০ বছর । প্রার্থীকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ড্রইং বিষয়ের উপর সম্যক ধারণা থাকতে হবে । Auto CAD / Solid Works এ দক্ষ এবং ল্যাব পরিচালনায় অভিজ্ঞ ব্যক্তিদের অগ্রাধিকার প্রদান করা হবে । নাম , পিতা ও মাতার নাম , বর্তমান ও স্থায়ী ঠিকানা , জন্ম তারিখ , শিক্ষাগত যোগ্যতা , জাতীয়তা ও অভিজ্ঞতার বর্ণনা সহ পূর্ণ জীবন বৃত্তান্ত এবং পাসপোর্ট সাইজের চার কপি সত্যায়িত ছবি , সকল প্রকার শিক্ষাগত যোগ্যতা , অভিজ্ঞতা ও নাগরিকত্ব সনদপত্র ও জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত অনুলিপি ও প্রথম শ্রেণীর সরকারি কর্মকর্তা কর্তৃক চারিত্রিক সনদপত্র সহ দরখাস্ত ( মোবাইল নম্বর ও ই - মেইল উল্লেখসহ ) আগামী ৩০ মে ২০২১ তারিখের মধ্যে কমান্ড্যান্ট , বাংলাদেশ । নেভাল একাডেমি , পতেঙ্গা , চট্টগ্রাম এর বরাবরে ডাকযােগে অথবা স্বহস্তে পৌঁছাতে হবে । পরীক্ষায় অংশগ্রহণকারীগণকে প্রবেশপত্রসহ পরীক্ষার তারিখ ও সময় পরবর্তীতে mistbna @ .navy.mil.bd ই - মেইল থেকে স্ব - স্ব ই - মেইলে পাঠানাে হবে । লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ফলাফল বাংলাদেশ নেভাল একাডেমির ওয়েব সাইটে ( www.bna.navy.mil.bd ) প্রকাশ করা হবে । চাকুরীরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে । কমান্ড্যান্ট , বাংলাদেশ নেভাল একাডেমি পতেঙ্গা , চট্টগ্রাম
0 Comments