Ticker

6/recent/ticker-posts

বাংলাদেশ স্কাউটস নিয়োগ বিজ্ঞাপ্তি ২০২১


বাংলাদেশ স্কাউটস নিয়োগ বিজ্ঞাপ্তি ২০২১


  বাংলাদেশ স্কাউটস 


তারিখ :- ১৩ এপ্রিল ২০২১


স্মারক- বাঃস্কাঃপ্রা : বি : কা : স্কা : স :: / ৪র্থ / ( ৩৯৭ ) / ( ১ ) / ২০২০


       পদের নাম ও পদসংখ্যা - বেতন - শিক্ষাগত যোগ্যতা 


১. হিসাবরক্ষক , ( ১ জন ) - {২৫,০০০/-}

বাণিজ্যে ২ য় শ্রেণীর স্নাতক বা জন সমমানের পরীক্ষায় উত্তীর্ণ । 


এমএস অফিস ( এমএস ওয়ার্ড , এক্সেল , পিপিটি তৈরি ) এবং কম্পিউটার চালনায় বাস্তব অভিজ্ঞতা , সরকারি উন্নয়ন প্রকল্পের অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে । প্রার্থীদের পূর্ণ জীবন বৃত্তান্তসহ আবেদনপত্র ( মোবাইল নম্বর ও ইমেইল আইডি সহ ) ও সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের কপি , জাতীয় পরিচয়পত্রের কপি , আবেদন উল্লেখিত সকল অভিজ্ঞতার সনদ এবং ৩ কপি পাসপোর্ট সাইজের ছবি আগামী ২৪ মে ২০২১ তারিখের মধ্যে প্রকল্প পরিচালক , প্রাথমিক বিদ্যালয় সমূহে কাব স্কাউটিং সম্প্রসারণ ( ৪র্থ পর্যায় ) প্রকল্প , জাতীয় স্কাউট ভবন , বাংলাদেশ স্কাউটস , ৬০ আঞ্জুমান মুফিদুল ইসলাম সড়ক , কাকরাইল , ঢাকা -১০০০ ঠিকানায় ডাকযোগে / সরাসরি পৌঁছাতে হবে । আবেদনকারীর বয়স ২৪ মে ২০২১ তারিখে সর্বোচ্চ ৩০ বছর এবং সর্বনিম্ন ১৮ বছর । মুক্তিযােদ্ধা / শহীদ মুক্তিযােদ্ধার পুত্র / কন্যা ক্ষেত্রে বয়স ৩২ বছর পর্যন্ত শিথিলযােগ্য । আবেদনকারীকে ৩০০ টাকা মূল্যের ( অফেরতযােগ্য ) ব্যাংক ড্রাফট / পে অর্ডার ‘ প্রাথমিক বিদ্যালয় সমূহে কাব স্কাউটিং সম্প্রসারণ ( ৪ র্থ পর্যায় ) প্রকল্প শিরাননামে রূপালী ব্যাংক লিমিটেড , নয়াপল্টন কর্পোরেট শাখা , ঢাকা এর অনুকূলে প্রেরণ করতে হবে । ব্যাংক ড্রাফট / পে - অর্ডার আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে । সকল শিক্ষাগত যােগ্যতার সনদপত্র / প্রশংসাপত্রের মূলকপি মৌখিক পরীক্ষার সময় দাখিল করতে হবে । কোনাে পাবলিক পরীক্ষায় তৃতীয় বিভাগ / শ্রেণী প্রাপ্তদের আবেদন করার প্রয়ােজন নেই , প্রকল্প পরিচালক ।


বাংলাদেশ স্কাউটস নিয়োগ বিজ্ঞাপ্তি ২০২১


Post a Comment

0 Comments